পাতা:যাত্রিকের গতি.djvu/৪১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসগৃহের অন্বেষণ । <)ጫ » ঘোরতর যুদ্ধ করিবে, এ বিষয়ে যাহাদিগকে দপ করিতে শুনিয়াছি, এমত অনেক লোক মিথ্যা ভয় পাইবামাত্র বিশ্বাস ও যাত্রিকের পথ প্রভূতি সকল পরিত্যাগ করিয়া পলায়ন করিল। ১ e অধ্যায় । এই রূপ কথোপকথন করিতে ২ তাহারা গমন করিতেছিল, ইতোমধ্যে এক ব্যক্তি অতি দ্রুতগতিতে তাহাদের সহিত সাক্ষাৎ করিতে আসিয়া কহিল, হে মহাশয়েরা, হে অবলাগণ, তোমরা যদি আপন ২ প্রাণ চাহ, তবে রক্ষার নিমিত্তে শীঘ্ৰ উপায় চেষ্টা কর, যেহেতুক অগ্রে তোমাদের পথে দসু্যদল রহিয়াছে।

  • মহোৎসাহ কহিল, পূৰ্ব্বে • ক্ষুদ্রবিশ্বাসের উপরে যে তিন জন আক্রমণ করিয়াছিল, উহার। সেই তিন জন দসু্যু। ভাল, আমরাও তাহাদের জন্যে প্রস্তুত আছি।

পরে তাহার অগ্রসর হইয়া, না জানি দস্যদের সহিত কখন কোন স্থানে দেখা হয়, এই আশঙ্কায় প্রত্যেক উপপথে ও কোণে দৃষ্টিপাত করিয়া গমন করিতে লাগিল ; কিন্তু ঐ দসু্যরা ° মহোৎসাহের নাম শ্রবণ করাতে কিম্বা অন্য কোন চৌর্য্য ব্যাপারে ব্যস্ত থাকাতে যাত্রিদের নিকটে অণইল না। অনন্তর পথ শ্রান্তি প্রযুক্ত - খ্ৰীষ্টীয়ানী আপনার ও সন্তানদের নিমিত্তে কোন প্রবাসগৃহ পাইতে ইচ্ছা করিলে * সরলাত্মা কহিল, ইহার কিঞ্চিৎ অগ্রেই * গায় নামে অতি সম্ভ্রান্ত এক শিষ্যের বাৰ্টীতে প্রবাসগৃহ আছে। বৃদ্ধ - সরলাত্মার প্রমুখাৎ ঐ স্থানের এমত সসম্বাদ শ্রবণ করাতে তাহারা সকলেই সেখানে যাইতে স্থির করিল।