পাতা:যাত্রিকের গতি.djvu/৪১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গায়ের সহিত কথোপকথন । So 3 আতিথ্যার্থে আমার এই গৃহ আছে, ইহাতে আমি অতি সন্তুষ্ট হইয় ছি। অতএব তোমাদের যদি অভিরুচি হয়, তবে আইস যাবৎ ভে,জ্য দ্রব্য প্রস্থত না হয়, তাবৎ আমরা সৎপ্রসঙ্গ দ্বারা পরস্পর আমোদিত হই । তাহাতে তাছারা সকলে সম্মত হইল । অপর • গায় জিজ্ঞাসা করল, এই বৃদ্ধ স্ত্রী কাহার ভাৰ্য্য৷ ? ও এই যুবতী বা কাহার কন 1 ? তাহাতে • মহোৎসাহ কহিল, পূর্বে - খ্ৰীষ্টীয়ান নামে যে এক যাত্রী ছিল, এ তাহারই ভাৰ্য্যা, এবং এই চারিটী তাহারই সন্তান । আর এই যুবতী উহার প্রতিবাসিনী ; সে ইহাকে প্রবৃত্তি দিয়া আপন সঙ্গিনী করিয়াছে। এই বালকের পিতার অনুকরী : সৰ্ব্ব বিষয়ে তাহার পদচিহ্ন দিয়া গমন করিতে চেষ্টা করে। অধিক কি কহিব ? পিতার শয়ন বা গমন স্থানের চিহ্নমাত্র দেখিলে ইছারা প্রফুল্লিত হইয়া সেই স্থানে শয়ন বা সেই পদচিহ্নে পাদবিক্ষেপ করিতে অভিলাষ করে । তাহাতে • গায় চমৎকৃত হইয়া কহিল, এ কি " খ্রীষ্টীয়ানের ভার্য্যা ? এবং ইহারা কি তাহার সন্তান বটে ? হে * খ্ৰীষ্টীয়ানি, আমি তোমার স্বামির পিতাকে ও পিতামহকে জানিতাম। ঐ বংশে অনেক সাধু লোক জন্মিয়াছে। উহাদের পুৰ্ব্বপুরুষেরা “ অন্তিয়খিয়া নগরে বাস করিত। বোধ হয় স্বামির প্রমুখাৎ তুমি তাহাদের বৃত্তান্ত শুনিয়া থাকিব, তাহার। অতি উপযুক্ত লোক ছিল । আমার পরিচিত অনেক লোক অপেক্ষা তাহারা অধিক সদগুণান্বিত ছিল, বরং প্রভুর ও তদনুরক্ত লোকদের ও তাহার ধৰ্ম্মের পক্ষে অসীম সাহস প্রকাশ করিয়াছিল। তোমার পতির জ্ঞাতিগণের মধ্যে অনেকে সত্যের নিমিত্তে সৰ্ব্ব প্রকার কষ্ট সহ করিয়াছে। দেখ, 2 к