পাতা:যাত্রিকের গতি.djvu/৪১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●ዓ 8 খ্ৰীষ্টীয়ানের পূর্ববংশ । তোমার স্বামির কুলেতে প্রথমোৎপল্প * স্তিফান নামক এক জন প্রস্তরাঘাতে হত হইয়াছিল ; এবং * যাকুব নামে তৎকুলজাত অপর এক ব্যক্তি করবালদ্বারা ছিন্ন হইয়াছিল। আর তোমার স্বামির আদিপুরুষ * পৌল ও * পিতরের কথা কহ অনাবশ্যক। তম্ভিন্ন - ইগ্নাতিয় মামে এক জন সিংহগণের সম্মুখে নিক্ষিপ্ত হইয়াছিল। আর * রোমাণ নামে অপর এক জনের গাত্র মাংস খণ্ড ২ রূপে অস্থিহইতে ছিন্ন হইয়াছিল। এবং * পলিকাপ নামে আর এক জন অগ্নিবেষ্টিত হইয়। পুরুষত্ব প্রকাশ করিয়াছিল। তম্ভিন্ন মক্ষিকাদি কর্তৃক দংশিত হইবার নিমিত্তে যাহাদিগকে সৰ্ব্বাঙ্গে মধু লেপন পূর্বক চুপড়িতে করিয়া রৌদ্রে ঝুলাইয়। রাখিয়াছিল, কিম্বা থলিয়াতে বদ্ধ করিয়া সমুদ্রে ডুবাইয়া মারিয়াছিল, এমত অনেক লোক ছিল। এতদ্রুপে যাত্রি ধৰ্ম্মের অনুরোধে তদ্বংশীয় কত ব্যক্তি যে যন্ত্রণ ভোগ ও মৃত্যু স্বীকার করিয়াছে, তাহার সংখ্যা করা দুঃসাধ্য। অতএব তোমার স্বামী এই ষে পুত্র চতুষ্টয় রাখিয়া গিয়াছে, ইহাদিগকে দেখিয়া আমি পরমাপ্যায়িত হইলাম। ইহারা যেন আপনাদের পিতার খ্যাতি রক্ষা করে, ও যাবজ্জীবন তৎপথানুগামী হইয়। অন্তে তদনুরূপ ফল ভোগ করে, এমত আমার ইচ্ছ। * মহোৎসাহ কহিল, যথার্থ ; তাহারা এই রূপ বালক বটে, তাহারা পিতৃমতানুসারে কার্য্য করিতে একান্ত মনোযোগ করিয়াছে । ’ f

  • গায় কহিল, এই আমারও প্রত্যাশা বটে। আর * খ্ৰীষ্টীয়ানের বংশ বৃদ্ধি পাইয়া তাবৎ পৃথিবী ব্যাপিবে, এমত উপলব্ধি হইতেছে। অতএব তাহাদের পিতৃনাম ও পুৰ্ব্বপুরুষদের কীৰ্ত্তি যেন জগতে বিস্মরণীয় না হয়, এতদৰ্থে * খ্ৰীষ্টীয়ানী পুত্ৰগণের বিবাহার্থে কন্যার চেষ্টা করুক।