পাতা:যাত্রিকের গতি.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মঙ্গলব্যঞ্জকের উপদেশ । 及@ আপন সন্তানদের সহিত অদ্যাপি দাসত্বে বদ্ধ আছে, তবে তাছাদের দ্বারা তোমার মুক্তির আশা কি প্রকারে করিতে পার ? “ ব্যবস্থানুগত নামক সেই ব্যক্তি তোমাকে কখন ভারহইতে মুক্ত করিতে পারে না। আজি পৰ্য্যন্ত তাহাদ্বারা এ প্রকার বোঝাহইতে কখন কেছ মুক্ত হয় নাই, এবং হইবারও সম্ভাবনা নাই জানিবা; কেননা ব্যবস্থানুযায়ি ক্রিয়াদ্বারা কেহ পুণ্যবান ৰিম্বা আপন বোঝাহইতে মুক্ত কখন হয় নাই। অতএব ঐ "সাংসারিকবুদ্ধি মহাশয় এক জন মিথ্যাবাদী, এবং ঐ * ব্যবস্থানুগত ব্যক্তি জুয়াচোর, এবং “ সভ্যনাম তাহার পূজও এক জন প্রকৃত কাল্পনিক লোক ; সে অতি রূপবান হইলেও তোমার কোন উপকার করিতে পারিবে না। অতএব ভূমি আমার কথাতে প্রত্যয় কর, কেননা সেই অনভিজ্ঞ ব্যক্তিহইতে তুমি যে ২ কথা শুনিয়াছ, তাহাতে কোন সুার নাই, কেবল সৎপথহইতে তোমাকে ফিরাইয়া পরিত্রাণবুঞ্চিত করবে, এই তাহার চেষ্টা। এই রূপ কহিয়৷ ” মঙ্গলব্যঞ্জক আপন বাক্য দৃঢ় করিবার নিমিত্তে উচ্চৈঃস্বরে আকাশমণ্ডলের প্রমাণ চাছিলেন, তাহাতে তৎক্ষণাৎ ঐ * সীনয় পৰ্ব্বতহইতে অগ্নি এবং ঈশ্বরীয় বাণী নির্গত হওয়াতে খ্ৰীষ্টীয়ানের সকল শরীর রোমাঞ্চিত হইল । ঐ ঈশ্বরীয় বাণী এই, “ যাহারা ব্যবস্থানুযায়ি কৰ্ম্মাবলম্বী তাহারা শাপগ্রস্ত; যেহেতুক লিপি আছে, যে কেহ এই ব্যবস্থাগ্রন্থে লিখিত কথা সকল নিশিছদ্ররূপে পালন না করে, সে শাপগ্রস্তু।” পরে এই সকল কথা শুনিয়া খ্ৰীষ্টীয়ানের মৃত্যু বিনা অন্য কোন আশা না থাকাতে সে বড় দুঃখিত হইয়া ক্ৰন্দন করিতে লাগিল, আর যখন • সাংসারিকবুদ্ধির সহিত তা