পাতা:যাত্রিকের গতি.djvu/৪২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্মেতে স্ত্রীলোকদের উৎকৃষ্টতা । хо * Ф.

  • সরলাত্মা কহিল, তাহার বংশ যেন কখন পতিত ও লুপ্ত না হয়।

তাহা শুনিয়া * গায় কহিল, সে বংশ হ্রাস পাইতে পারে, কিন্তু কখন লুপ্ত হইতে পারে না। অতএব • খ্ৰীষ্টীয়ানী বংশ রক্ষার্থে আমার পরামর্শ গ্রহণ করুক । পরে সে খীষ্টীয়ানীকে কহিল, তোমাকে ও তোমার সখী * করুণাকে একত্র দর্শন করাতে আমি আহ্নাদিত হইলাম। অতএব আমার পরামর্শ যদি তোমার গ্রাহ হয়, তবে * করুণার সহিত আরও নিকট সম্বন্ধ সংস্থাপন করিলে ভাল হইবে, অর্থাৎ তাহার ইচ্ছা হইলে তোমার জ্যেষ্ঠ পুত্ৰ * মথির সহিত তাহার বিবাহ হউক ; তাহা হইলে জগতের মধ্যে তোমার বংশ রক্ষা পাইবে । এই রূপে ঐ সম্বন্ধ স্থিরীকৃত হইলে কিছু দিন পরে তাহীদের বিবাহ হইল, ইহার বিস্তারিত কথা পরে কহ। যাইবে । সে যাহা হউক, গায় পুনশ্চ কহিতে লাগিল, এই ক্ষণে স্ত্রী জাতির কলঙ্ক মোচনার্থে আমি তাহাদের পক্ষ হইয়। কিছু কহি। স্ত্রীহইতে যেমন মৃত্যু ও অভিশাপ জগতে উপস্থিত হইয়াছে, তদ্রুপ স্ত্রীহইতে স্বাস্থ্য ও জীবন উপস্থিত হইয়াছে, যেহেতুক ঈশ্বর আপন পুত্রকে স্ত্ৰীজাত করিয়া জগতে প্রেরণ করিলেন। আর পুৰ্ব্বকালের ধৰ্ম্মিষ্ঠ স্ত্রীলোকেরা আপনাদের আদি মাতার কৰ্ম্মে অত্যন্ত বিরক্ত হওয়াতে অঙ্গীকৃত জগভ্রাতার দ্বারা পুত্রবতী হইবার প্রত্যাশাতে প্রত্যেকে সন্তান কামনা করিত। পরে যখন ত্রাণকর্তা জগতে উপস্থিত হইলেন, তখন পুরুষ বা স্বৰ্গীয় দূতগণের অগ্রে স্ত্রীলোকেরা হর্ষ করিয়াছিল। আর যাবৎ তিনি এই জগতে ছিলেন, তাবৎ কোন পরুষ যে তাহাকে এক পয়সামাত্র দিয়াছিল, এমত কথা অামি কখন পাঠ করি নাই; কিন্তু স্ত্রীলোকেরা 2 к 2