পাতা:যাত্রিকের গতি.djvu/৪২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭ ও রাত্রিভোজের আয়োজন । তাহার অনুগামিনী হইয় আপন ২ সম্পত্তিহইতে তাহার পরিচর্য্যা করিত। দেখ, এক জন স্ত্রী চক্ষুর্জল দিয়া তাহার পাদ প্রক্ষালন করিয়াছিল । অার এক জন স্ত্রী কবর দিবার উপলক্ষে তাহর গাত্রে সুগন্ধি তৈল মদন করিয়াছিল। দণ্ড স্থানে তাহার গমন সময়ে স্ত্রীলোকেরা ক্ৰন্দন করিয়াছিল। এবং তাছাকে ক্রুশহইতে নামাইয়া লইয়। যাইবার কালে স্ত্রীলোকেরা তাহার পশ্চাৎ ২ গমন করিয়াছিল। এবং কবরস্থ হইলে স্ত্রীরাই তাহার কবরসমীপে বসিয়াছিল। পরে তাহার পুনরুত্থান দিনের প্রাতঃকালে স্ত্রীলোকেরাই প্রথমে তাহার নিকটে উপস্থিত হইয়া, তিনি মৃত্যুহইতে পুনরুত্থিত হইয়াছেন, এই সংবাদ তাহার শিষ্যগণের নিকটে আনিয়াছিল। অতএব স্ত্রীলোকের অত্যন্ত অনুগ্রহের পাত্র, এবং আমাদের সহিত এক জীবনরূপ বরের অধিকারিণী, ইহা স্পষ্ট বোধ হইতেছে। ইতোমধ্যে ভোজ্য দ্রব্যাদি প্রায় প্রস্তুত হইয়াছে, পাচক এমত সংবাদ দিয়া ভোজমঞ্চে চাদর পাতিতে এবং থাল লবণ রুটী আদি যথোপযুক্ত স্থানে সাজাইয়া দিতে এক লোককে পাঠাইয়া দিল । , তখন “ মথি কহিল, চাদর প্রভৃতি আহারের সজ্জা দর্শনে পুৰ্ব্বাপেক্ষ আমার অধিক ক্ষুধা জন্মিল। তাহাতে * গায় কছিল, ইহকালে যে সমস্ত ধৰ্ম্মোপদেশ তুমি পাইতে পার, তাহাতে স্বৰ্গস্থ মহারাজের ভোজনাসনে উপবেশন করিতে তোমার বাসনা সেই রূপ বদ্ধিষ্ণু হউক ; যেহেতুক প্রভূর নিকেতনে উপস্থিত হইলে তিনি আমাদের নিমিত্তে যে ভোজ প্রস্তুত করিবেন, সেই ভোজের তুলনায় এই জগৎস্থ ধৰ্ম্মোপদেশ ও রীতি ও গ্রন্থ সকল কেবল ভোজমঞ্চে থাল ও লবণ প্রদানরূপ আয়োজনমাত্র বোধ হয় ।