পাতা:যাত্রিকের গতি.djvu/৪২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাত্রিভোজের বৃত্তান্ত । - óዓ ዓ অপর ভোজ প্রস্তুত হইলে, ঈশ্বরের ধন্যবাদ ও প্রার্থন পুৰ্ব্বক ভোজনারস্তু করিতে হয়, এতৎ বিজ্ঞাপনস্থচক উত্তোলনীয় এক স্কন্ধ এবং আন্দোলনীয় এক বক্ষ প্রথমে তাহাদের সম্মুখে ভক্ষণার্থে আনীত হইল । লেবীয় ৭, ৩২-৩৪ । উত্তোলিত স্কন্ধেতে দাযুদ রাজার অন্তঃকরণ ঈশ্বরের প্রতি উত্তোলিত হইত, এবং বীণা বাদন সময়ে সে অন্তঃকরণের আধারস্বরূপ আন্দোলনীয় বক্ষোদ্বারা বীণাতে ঠেস দিয়া বাদ্য করিত। ঐ দুই মাংসখণ্ড সরস ও সুস্বাছ প্রযুক্ত তাহারা সকলে পরিতোষ পুৰ্ব্বক অাহার করিল। পরে রক্তবৎ লোহিতবর্ণ এক শিশি দ্রাক্ষারস অানীত হইল। যো ১৫, ৫ । তাহাতে * গায় যাত্রিগণকে কহিল, তোমরা তৃপ্তি পুৰ্ব্বক পান কর, কেননা ঈশ্বর ও মনুষ্যের অন্তঃকরণ যাহার রসে তৃপ্ত হয়, এ সেই প্রকৃত দ্রাক্ষালতার রস । বিচার ৯, ১৩ । তাহাতে তাহারা পান করিয়া পরমাপ্যায়িত হইল । , তৎপরে এক পাত্র অত্যুত্তম দুগ্ধ আনীত হইলে “ গায় কহিল, বৃদ্ধি পাইবার নিমিত্তে এই দুগ্ধ বালকের পান করুক। ১ পিতর ২, ১-২ । তদনন্তর পরিচারক ভোজনার্থে দধি ও মধু আনিয়া দিলে * গায় কহিল, তোমরা ইহা স্বচ্ছন্দে ভক্ষণ কর, ইহাতে তোমাদের বুদ্ধিবৃত্তি ও বিবেকশক্তি বৰ্দ্ধিষ্ণু হইবে। ইহাই বাল্যকালে আমাদের প্রভুর আহার ছিল ; যেমত লিখিত অাছে, তিনি অসৎ ক্রিয়ার অস্বীকার ও সৎ ক্রিয়ার স্বীকার করণে জ্ঞানবান হওন পৰ্য্যন্ত দধি ও মধু ভক্ষণ করিবেন । যিশায়িয় ৭, ১৫ । পরে এক পাত্রে করিয়া কতকগুলীন অতি সুস্বাদু কো মল ফল আনিয়া দিলে * মথি কহিল, এই ফলেতে সপ 2 к 3