পাতা:যাত্রিকের গতি.djvu/৪২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাত্রিভোজের বৃত্তান্ত । صیا (بی আমাদের আদি মাতার ভ্রান্তি জন্মাইয়াছিল ; এই ফল কি আমরা ভক্ষণ করিব ? তদুত্তরে * গায় কহিল, এ ফল ভক্ষণজন্য দোষ প্রতিফলে । জন্মেছিল মনুষ্যের জংশ আদিকালে । তথাপি ফলেতে নহে কেবল পাপেতে । আমাদের মন হৈল লিপ্ত কলঙ্কেতে ॥ ১ ॥ আদেশ লঙ্ঘিয়া ফল করিলে আস্থার । তাহাতে শরীরে হয় রক্তের বিকার ॥ অনুমতি অনুসারে করিলে ভক্ষণ । আমাদের হয় তাহে শুভ সংঘটন ॥ ২ ॥ এ হেতু পায়রা রূপ মণ্ডলী তাহার। তুমি হে তাহার দ্রাক্ষারস পান কর। ওহে নর সব তার প্রেম পরায়ণ । তোমরা তাহার ফল করহ ভক্ষণ ॥ ৩ ॥ * মথি কহিল, কিছু দিন হইল আমি ফল খাইয়। পীড়িত হইয়াছিলাম, তৎপ্রযুক্ত ঐ আপত্তি করিলাম। তাছাতে * গায় • মথিকে কহিল, নিষিদ্ধ ফল ভক্ষণে অবশ্য পীড়া জন্মিবে, কিন্তু আমাদের প্রভুর অভিমত ফল কদাচ পীড়াদায়ক হয় না। এই রূপ কথোপকথন সময়ে কতকগুলি নারিকেল তাহাদের সম্মুখে আনিয়া দিল। তাহাতে • গায় কহিল, যথা, নারিকেল তুল্য কোন পদ শাস্ত্রে হয়। কঠিন ত্বগেতে তার শাস গুপ্ত রয় ॥ কিন্তু ঐ পদ কভু বোধগম্য নয়। হেন না ভাবিবে মনে ভাঙ্গিলেই হয় ॥ ত্বকরূপ আচ্ছাদন মোচন করিলে । তাহার সুস্বাদু শাস পাইবে সকলে ॥