পাতা:যাত্রিকের গতি.djvu/৪২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রহেলিকা । כר (א এই রূপে আহাদামোদে নানা প্রস্তাবে কথোপকথন করত তাহারা অনেক ক্ষণ পর্য্যন্ত ভোজনাসনে বসিয়া রহিল। ইত্যবসরে বৃদ্ধ • সরলাত্মা কহিল, হে গৃহপতি, যদবধি আমরা আপনকার নারিকেল ভাঙ্গি, তদবধি আপনি অনুগ্রহ পূৰ্ব্বক এই প্রহেলিকার অর্থ ভাঙ্গিয়া কহন । কোন কালে এক লোক ছিল এ সংসারে । অনেকে উন্মত্তরূপে জানিত তাহারে ॥ যত সে অাপন ধন করিত বর্জন । ততোধিক অর্থ তার ছৈত উপার্জন ॥ ইছার উত্তরে না জানি গৃহপতি কি কহে, ইহা ভাবিয়া সকলেই অপেক্ষা করিয়া রহিল। পরে কিঞ্চিৎ কাল নীরব থাকিয়া * গায় এই উত্তর দিল, যথা, দরিদ্রে সম্পত্তি যে বা করে বিতরণ | দশ গুণ ধনবৃদ্ধি পায় সেই জন ॥ ইহা শুনিয়া - যুষফ কহিল, হে মহাশয়, আপনি যে ইহার অর্থ করিতে পরিবেন, এমত অামার বোধ ছিল না। * গায় কহিল, হে বৎস, বহুকালাবধি এই রূপ কাৰ্য্য করিয়া আমি সুশিক্ষিত হইয়াছি। অভ্যাসদ্বারাই নৈপুণ্য জন্মে। আমার প্রভুহইতে আমি দয়াশীল হইতে শিখিয়াছি; তাছাতে পরীক্ষাদ্বারা জানি, আমার লাভ হইয়াছে । এ বিষয়ে লিখিত আছে, কেহ বিতরণ করিয়াও বৃদ্ধি পায়, আর কেহ উচিত ব্যয় অস্বীকার করিয়াও কেবল দরিদ্রতা পায়। পুনৰ্ব্বারও লেখা আছে, কেহ ২ অকিঞ্চন হইয়াও আপনাকে ধনির ন্যায় দেখায়, আর কেহ বা ধনী হইয়াও আপনাকে দরিদ্রের ন্যায় দেখায় । , এমত কালে “ শিমুয়েল আপন জননী - খ্ৰীষ্টীয়ানীকে ফুস ২ করিয়া কহিল, হে মাতঃ, এ অতি উত্তম লোকের