পাতা:যাত্রিকের গতি.djvu/৪২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰহেলিকা । Ꮶ❍ᎭᎼ সচেতন হইয়া কহিল, বলুন, শুনি। ° মহোৎসাহ কহিল, যথা, পরাজিত অগ্রে যে সে বৈরিকে বধিবে । ঘরেতে যে মরে সেই বিদেশে বাচিবে ॥ ইহা শুনিয়া - সরলাত্মা কহিল, এ হেঁয়ালি বড় কঠিন, কেননা ইহার তাৎপৰ্য্য ব্যক্ত করা কঠিন, এবং তদনুসারে কার্য্য করা আরো কঠিন। অতএব হে গৃহপতি, আপনকার যদি ইচ্ছা হয়, তবে আপনাকে ইহার উত্তর দিবার ভারাপণ করি ; আপনি অর্থ করুন ; আমি শুনি।

  • গায় কহিল, এমত হইতে পারে না, এ প্রশ্ন তোমাকে করা গিয়াছে, তুমিই ইহার উত্তর দিবা।

তাহাতে বৃদ্ধ * সরলাত্মা তাহার এই অর্থ করিল, যথা, পাপ বধ করিবারে যার বাঞ্ছা হয়। অগ্ৰে চাহি কৃপাগুণে তার পরাজয় ॥ স্বগেতে জীবন পেতে ইচ্ছুক যে জন । আত্ম প্রতি অগ্রে তার হউক মরণ ॥ ইহা শুনিয়া * গায় কহিল, যথার্থ কহিয়াছ, সছুপদেশ ও পরীক্ষাদ্বারা ইহা সপ্রমাণ হয়। যেহেতুক প্রথমতঃ যাবৎ ঈশ্বরের কৃপা সপ্রকাশ হইয়া নিজ মহিমাদ্বার। অন্তঃকরণকে পরাস্ত না করে, তাবৎ পাপ দমন করিতে সাহস জন্মে না। আর যদি শয়তানের পাপরূপ রক্ষুদ্বারা অন্তঃকরণ বদ্ধ হইয়া থাকে, তবে সেই বন্ধন থাকিতে কি প্রকারে পাপকে প্রতিরোধ করিতে সমর্থ হইবে ? দ্বিতীয়তঃ যে ব্যক্তি নিজ কুঅভিলাষের দাস, সে ব্যক্তি যে ঈশ্বরের কৃপাগুণে জীবনাধিকারী হইয়াছে, এমন কথা যুক্তিসিদ্ধ নহে, এবং যাহারা ঈশ্বরের কৃপা জানে তাহাদের গ্রাহ বোধ হয় না। অপর * গায় কহিল, এই সুযোগে আমি শ্রবণ যোগ্য