পাতা:যাত্রিকের গতি.djvu/৪২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Φίν"8, যুবাতে ও বৃদ্ধ লোকেতে ধর্মের গুণ। এক আখ্যায়িক কহি শুনুন। দুই জন যাত্রী হইতে প্রবৃত্ত হইয়াছিল, তাহার মধ্যে এক জন যুব, অন্য জন বৃদ্ধ ছিল। যুবা ব্যক্তির স্বাভাবিক কুঅভিলাষ অতি প্রবল ছিল, এবং বৃদ্ধের শরীরের ক্ষীণত প্রযুক্ত কুঅভিলাষ দুৰ্ব্বল ছিল। কিন্তু যুবা ব্যক্তি সৰ্ব্ব প্রকারে ঐ বৃদ্ধের সমতুল হইয়। ধৰ্ম্মপথে চলিতে লাগিল। অতএব জিজ্ঞাসা করি, তুল্যরূপে দৃষ্ট সেই দুই জনের মধ্যে কাহার পারমার্থিক গুণ অধিক সতেজ ছিল ?

  • সরলাত্মা কছিল, ঐ যুবার ধৰ্ম্মগুণ অধিক সতেজ ছিল, ইহার সন্দেহ নাই ; কেননা মহাবাধাকে জয় করিয়া অগ্রসর হওয়া মহাবলবানের লক্ষণ, বিশেষতঃ অপবাধাবিশিষ্টের সঙ্গে ২ মহাবাধাবিশিষ্টের অগ্রসর হওয়া মহাবলবানের লক্ষণ। আর এই যাত্রাতে বাদ্ধক্য অপবাধাবিশিষ্ট বটে। আমি বৃদ্ধ লোকদের এই এক ভ্রম দেখিয়াছি, যে তাহার দেহের জীর্ণতাকে কুঅভিলাষের দমন জ্ঞান করাতে আপনাদিগকে কৃতকাৰ্য্য জানিয়া পরিতুষ্ট হয়। সংসারের অসারত্ব বিষয়ে বৃদ্ধ ধাৰ্ম্মিক লোকদের অধিক জ্ঞান প্রযুক্ত তাহারা যুবকদিগকে সৎপরামর্শ দিতে উপযুক্ত বটে ; তথাপি যুবা বৃদ্ধ উভয়কে একত্র যাত্রা করিতে হইলে বৃদ্ধের কুঅভিলাষ স্বভাবতঃ দুর্বল, এই হেতুক মনোমধ্যে পবিত্র আত্মার গুণ বিষয়ে প্রমাণ পাইতে বৃদ্ধ লোক অপেক্ষ যুবার অধিক সুযোগ হয়। এই রূপে তাহারা প্রভাত পৰ্য্যন্ত বসিয়া কথোপকথন করিল।

পরে গৃহস্থেরা সকলে গাত্রোথান করিলে - খ্ৰীষ্টীয়ানী * যাকুব নামে আপন পুত্রকে ধৰ্ম্মপুস্তকের এক অধ্যায় পাঠ করিতে কহিল ; তাহাতে সে * যিশায়িয়ের ৫৩ অধ্যায় পাঠ করিলে পরে - সরলাত্মা জিজ্ঞাসা করিল,