পাতা:যাত্রিকের গতি.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

***No, মঙ্গলব্যঞ্জকের উপদেশ । স্কার সাক্ষাৎ হইয়াছিল সেই ক্ষণকে শাপ দিতে লাগিল ; এবং আপনি যে তাহার পরামর্শানুসারে চলিয়াছিল, একারণ আপনাকে সহস্র ২ বার অজ্ঞান বলিয়া খেদ করিতে লাগিল। তম্ভিন্ন * সাংসারিকবুদ্ধির সাংসারিক পরামর্শদ্বারা আপনি যে যথার্থ পথ পরিত্যাগ করিয়া কুপথে চলিয়াছিল, ইহা মনে করিয়া বড় লজ্জিত হইল । অনন্তর * গ্ৰীষ্টায়ান পুনর্বার - মঙ্গলব্যঞ্চককে জিজ্ঞাসা করিল, হে মহাশয়, আপনি কেমন বুঝেন ? আমি কি এখন আর বার ফিরিয়া সে ক্ষুদ্র দ্বারে যাইতে পারি, এমন কিছু ভরসা আছে ? আমি যে দুষ্কৰ্ম্ম করিয়াছি, তন্নিমিত্তে অামাকে অগ্রাহ্য করিয়া লজ্জা দিয়া কি সেই স্থানহইতে দূর করা যাইবে না ? অামি না বুঝিয়া সেই লোকের পরামর্শে মনোযোগ করাতে এখন বড় দুঃখিত হইয়াছি; অতএব ঈশ্বর অামার সেই পাপ ক্ষমা করুন । তখন * মঙ্গলবাঞ্চক কহিলেন, ষ্টা, তোমার পাপ অভি বড় বটে, কেননা তুমি উত্তম পথ পরিত্যাগ পূৰ্ব্বক নিষিদ্ধ পথে গমন করিয়া দুই প্রকার মন্দ কৰ্ম্ম করিয়াছ । তথাপি দ্বারে ষে ব্যক্তি বাস করে, সে তোমাকে গ্রহণ করিবে ; কেননা সে মনুষ্যদের হিতেজুক। কিন্তু দেখ, পুনৰ্ব্বার সে পথ পরিত্যাগ করিও না, কেনন। ক্ষণমাত্রে প্রভুর ক্রোধানল প্রজ্বলিত হইলে পাছে তুমি পথিমধ্যে বিনষ্ট হও; অতএব সাবধানে যাইব । তাহাতে খ্রীষ্টীয়ান পুনৰ্ব্বার ফিরিয়া যাওনের উদ্যোগ করিলে * মঙ্গলব্যঞ্জক তাহাকে চুম্বন করিয়া হাস্যবদনে আশীৰ্বাদ করিলেন। পরে খ্ৰীষ্টায়শন অতি বেগে প্রস্থান করিতে লাগিল । তাহাতে পথিমধ্যে কাহারও সহিত আলাপ করা দূরে থাকুক, বরং অন্য কেহ কিছু জিজ্ঞাসা করিলে তাহার কোন উত্তর না করিয়া নিষিদ্ধ ভূমিতে বিলম্ব হওনের ভয়ে অতি