পাতা:যাত্রিকের গতি.djvu/৪৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○デ8 সাধূহন্তার পরাজয় । করিয়া ভক্ষণ করিবার মানসে তাহার সর্বস্ব লুট করি, তেছিল। এমত সময়ে আপন গহ্বরের মুখে শস্ত্রপাণি * মহোৎসাহ ও তাছার সঙ্গিদিগকে দেখিলে, তোমরা কিসের অন্বেষণ করিতেছ? সে এই কথা জিজ্ঞাসা করিল।

  • মহোৎসাহ কহিল, আমরা তোমার অন্বেষণ করিতেছি। তুমি যে সকল যাত্রিকে রাজপথহইতে বলদ্বারা ধরিয়া বিনাশ করিয়াছ, তাহাদের হত্যার প্রতিফল দিতে আসিয়াছি ; অতএব বাহিরে অইস। এই কথা শুনিয়া সে সসজ্জ হইয়া গহ্বরহইতে নির্গত হইলে তাহারা সংগ্রাম আরম্ভ করিয়া তিন চারি দণ্ড পৰ্য্যন্ত যুদ্ধ করিল। পরে বিশ্রামার্থে ক্ষণকাল নিবৃত্ত হইলে ঐ • সাধুছন্ত কহিল, তোমরা অামার डूमि८ड আসিয়াছ কেন ?
  • মহোৎসাহ উত্তর করিল, পুৰ্ব্বেই আমি কহিয়াছি, যাত্রিদের রক্তপাতের প্রতিফল দিতে আমরা আসিয়াছি। তাহাতে তাহারা পুনৰ্ব্বার যুদ্ধারম্ভ করিলে সেই বৃহৎকায় * মহোৎসান্ডকে কিঞ্চিৎ হটিয়া দিল । কিন্তু সে অবিলম্বে স্বমহোৎসাহ বশতঃ পুনৰ্ব্বার আক্রমণ করিয়া ঐ বীরের মস্তকে ও পঙ্করে এমত আঘাত করিল যে তাহার হস্তহইতে অস্ত্র ভূমিতে পড়িল। পরে “ মহোৎসাহ অস্ত্রাঘাতে তাহাকে বধ করণানন্তর তাহার মস্তক হস্তে করিয়া এবং • ক্ষীণমন নামক যাত্রিকে সঙ্গে করিয়া প্রবাসগৃহে ফিরিয়া গেল। পরে গৃহবাসিদিগকে ঐ মস্তক দেখাইয়া অন্যান্য দুরাত্মার শঙ্কা জন্মাইবার নিমিত্তে তাহাও দণ্ডাগ্রে স্থাপন করিল।

পরে তাহারা • ক্ষীণমনাকে জিজ্ঞাসা করিল, তুমি উহার হস্তে কি প্রকারে পড়িয়াছিলা ? সে কহিল, আপনারা দেখিতেছেন, আমি রোগী ব্যক্তি, এবং কালের দূত প্রত্যহ আমার দ্বারে আসিয়া আঘাত