পাতা:যাত্রিকের গতি.djvu/৪৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষীণমনার ইতিহাস । S}}>(t করাতে আমি ভাবিলাম, যে ঘরে থাকিলে আমি কখন স্বাস্থ্য পাইতে পারিব না। এই রূপ চিন্তা করিয়া আমি ষাত্রিধৰ্ম্মে প্রবৃত্ত হইয়া আমার পৈতৃক জন্মভূমি “ অধ্রুব নামক নগরহইতে , প্রস্থান করিয়া এ পর্য্যন্ত আগমন করিয়াছি। আমার শরীরেও বল নাই, এবং মনেও সাহস নাই ; কিন্তু হামাগুড়ি দিয়া যাইতে হইলেও আমি স্বৰ্গযাত্রাতে কাল যাপন করিতে স্থির করিয়াছি। এই পথের অগ্রস্তিত দ্বারে উপস্থিত হইলে তথাকার প্রভু আমাকে অনুগ্রহ পূর্বক অতিথি করিয়া আমার ক্ষীণ শরীর ও দুর্বল মন দেখিয়া কোন মতে অবজ্ঞা করিলেন না; বরং পাথেয় দ্রব্য দান করিয়া কহিলেন, শেষ পর্যন্ত প্রত্যয় রাখ। অপর “ অর্থকারকের গৃহে উপস্থিত হইলে তিনি ও আমার প্রতি অনেক স্নেহ প্রকাশ করিলেন । এবং * দুৰ্গম নামক পৰ্ব্বতে আরোহণ করা আমার দুঃসাধ্য বুঝিয়া তিনি আমাকে এক ভূত্য দিলেন, সে অামাকে বচ্চন করিয়া পৰ্ব্বতোপরি লইয়া গেল । এতদ্ভিন্ন যাত্রিগণহইতেও আমি পথমধ্যে নানা মতে উপকার প্রাপ্ত হইয়াছি । তাছাদের মধ্যে কেহই অামার ন্যায় মন্দ ২ গমন করিতে সম্মত ছিল না বটে, তথাপি অনেকে আমার নিকট দিয়া গমনকালে আমাকে সাস্তুনা দিয়া কহিল, সুস্থির হও, ক্ষীণমন লোকদিগকে প্রবোধ দেওয়া আমাদের প্রভুর অভিমত । এই আশ্বাস দিয়৷ তাহার। অামাকে পশ্চাৎ ফেলিয়া চলিয়া গেল । অনন্তর যখন আমি ঐ * আক্রমণ গলিতে আসিয়া পৌছিলাম, তখন ঐ বৃহৎকায় • সাধুছন্ত। অামাকে দেখা দিয়া কহিল, যুদ্ধার্থে প্রস্তুত হও । কিন্তু হায় ! শক্তিলীন ষে আমি, আমার যুদ্ধে কি প্রয়োজন ? বরং বলবদ্ধক সুপথ্যে অামার প্রয়োজন। তাছাতে সে আসিয়া অামাকে পরাস্ত 2 L.