পাতা:যাত্রিকের গতি.djvu/৪৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষীণমনfর আনন্দ । Ob” “, ছুই জনের স্বভাব ও আকৃতি প্রায় সমান, কেবল অামা অপেক্ষা সে কিঞ্চিৎ খৰ্ব্ব ছিল ।

  • সরলাত্মা কহিল, তুমি তাছাকে জানিতা, ইহা অামি দেখিতেছি ; এবং তোমাদের পরস্পর যে সম্পর্ক ছিল, ইহাও সম্ভব বটে, কেননা তাহার তুল্য তোমারও বদন রোগ লোকের ন্যায়, এবং চক্ষুও কিছু টেরা, এবং স্বরও প্রায় সমান ।
  • ক্ষীণমনা কহিল, যাহার। আমাদের উভয়কেই জানিত, তাহাদের অনেকেই এমত কহিত ; এবং তাহার স্বভাবও অামাতে অনেক বৰ্ত্তিয়াছে, ইহা অামি বিবেচনা করিয়া দেখিয়াছি।

এমত সময়ে • গায় কহিল, আইসুন, মহাশয়, সুস্থির হউন ; আমি ও আমার গৃহ এ সকলই আপনকার । আপনি যাহা ইচ্ছা করেন, তাহ স্বচ্ছন্দে আজ্ঞা করুন ; আমার ভূত্যগণকে ষাহ আদেশ করিবেন, তাহা তাহার প্রবৃত্ত মনে করিবে।

  • ক্ষীণমনা কছিল, হায় ! এ আমার কেমন অনপেক্ষিত সৌভাগ্য ! ইহা ঘোর মেঘহইতে স্বৰ্য্যপ্রকাশতুল্য। ঐ বৃহৎকায় * সাধুছন্ত যখন আমাকে ধরিয়া রাখিয়াছিল, তখন আমার এ মঙ্গল বৰ্ত্তাইতে কি তাহার বাঞ্ছা ছিল ? আমার সৰ্ব্বস্ব হরণ করিয়া অতিথিমেবক্ষ * গায়ের গৃহে আমাকে বিদায় করিতে কি তাহার, মনস্থ ছিল ? তথাপি আমার এরূপ ঘটিয়াছে। -

এই রূপে * ক্ষীণমনা ও * গায় কথোপকথন করিতেছিল, ইতোমধ্যে এক জন বেগে ধাবমান হইয়া দ্বারে আসিয়া ডাকিয়া কহিল, এ স্থানহইতে প্রায় এক ক্রোশ অন্তরে * অপ্রকৃত নামে এক যাত্রী হঠাৎ বজাঘা মরিয়াছে। 2 L 2