পাতা:যাত্রিকের গতি.djvu/৪৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○b* বিরাহভোজ । , তাহ শুনিয়৷ * ক্ষীণমনা কহিল, হায় ২ ! সে কি মাৱ৷ পড়িয়াছে ? অামার এ পর্য্যন্ত পোছিক্তে অল্প দিনের পথ অবশিষ্ট থাকিতে সে আসিয়া আমার সঙ্গী হইবার বাঞ্ছা প্রকাশ করিয়াছিল। এবং ঐ • সাধুহন্ত যখন আমাকে ধরিল, তখন সে আমার সঙ্গে ছিল, কিন্তু দ্রুতগামী প্রযুক্ত রক্ষা পাইল। এই ক্ষণে বোধ হইতেছে, সে মরিবার জন্যে রক্ষা পাইল, এবং আমি বাচিবার নিমিত্তে ধত হইলাম । মৃত্যুকর বলি বারে লোকে করে ভয়। ঘোর বিপত্তিতে তাহ কভু রক্ষা হয়। যেই ঘটনার মুখ মৃত্যুর সমান। নমুমন। লোকে সেই বিতরে জীবন ॥ হইলাম আমি ধূত রক্ষণ হৈল তার। - ফলিল উহার মৃত্যু জীবন আমার ॥ অপর ঐ সময়ে * মথিয় সহিত * করুণার বিবাহ কইল, এবং • গায় • ফৈী নামী অাপন কন্যাকে “মথির ভ্রাত * যাকুৰকে সম্প্রদান করিল। পরে তাহারা প্রায় দশ দিবস পর্যন্ত যাত্রদের রীতানুক্রমে • গায়ের গৃহে আমোদ প্রমোদে কাল যাপন করিল । , অনন্তুর তথাছইতে প্রস্থান করিবার সময় উপস্থিত হইলে * গায় । তাছাদের নিমিত্তে ভোজ প্রস্তুত করাতে তাহার. ভোজন পান করিয়৷ আমোদিত হইল। পরে প্রস্থান কালে ? মহোৎসাহ ব্যয় সংখ্যায় পত্র চাহিবাতে * গায় কছিল, আমার গৃহে ভোজন পানের নিমিত্তে জড়িখিদিরপর টাকা দিতে হয় না । বৎসর ২ যাত্রিদিগকে আতিথ্য করিতে অামার যত ব্যয় হয়, তাহ পুনরাগমন সময়ে পরিশোধ করিতে দয়ালু শোমিরোণীয় লোক জুঞ্জরুর করিয়াছেন । লুক ১০ ; ৩৪, ৩৫ ৷