পাতা:যাত্রিকের গতি.djvu/৪৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3)e ক্ষীণয়নায় আপত্ত্বি। নাই। অধিক কি কহিব ? অামি এমত দুৰ্ব্বল লোক, যে কাছাকেও অনিষিদ্ধ কাৰ্য্য করিতে দেখিলে কখন ২ অামার বৈরক্তি জন্মে। অদ্যাপি আমি ধৰ্ম্মের সকল কথা জানি না। আমি অতি নিৰ্ব্বোধ শ্ৰীষ্টীয়ান ; প্রভুর নামে কাহাকেও আনন্দধ্বনি করিতে শুনিলে কখন ২ আমার মনে দুঃখ উপস্থিত হয়, কেননা আমি তাহা করিতে পারি না। অামি বলবানদিগের মধ্যবৰ্ত্তি দুৰ্ব্বল লোক, কিম্বা সুস্থ লোকদের মধ্যবৰ্ত্তি পীড়াগ্রস্ত লোক, কিম্বা তুচ্ছৗকৃত প্রদীপস্বরূপ ; অতএব কি করিব, তাহ নির্ণয় করিতে পারি না। “পিছলিয়া পড়িতে উদ্যত লোক সুখি লোকের দৃষ্টিতে মিটমিট প্রদীপের ন্যায় হয়।” ধৰ্ম্মপুস্তকের এই বাক্যই আমার নিদর্শন হইয়াছে। তাহার এই কথাতে ° মহোৎসাহ উত্তর করিল, ছে ভ্রাতঃ, ক্ষীণমনাদিগকে সাত্মনা দিতে ও দুৰ্ব্বলদিগের সাহায্য করিতে আমার প্রতি প্রভুর আজ্ঞা আছে, অতএব তোমাকে আমাদের সঙ্গে যাইতে হইবে। আমরা তোমার অনুরোধে ধীরে ২ যাইব, ও প্রয়োজন হইলে তোমার সাহায্য করিব, এবং তোমার অপ্রিয় যে কোন মত বা কাৰ্য্য, তাহাহইতে ক্ষান্ত থাকিব ; আর সন্দিগ্ধ বিষয়ের বাদানুবাদ তোমার সাক্ষাতে উপস্থিত করিব না। তোমার অনুরোধে বরং সকলি স্বীকার করিব, কোন মতে তোমাকে রিচাৎ ফেলিয়া যাইব না। এতাবৎ কল্প ভাহারা • গায়ের দ্বারেতে দাড়াইয়া উত্ত প্রকার কুখোপকথনে প্রবৃত্ত ছিল, এমত সময়ে • পতনোমুখ নামে এক জন যাত্রী যষ্টিদ্বয়ে নির্ভর দিয়া তাহাদের নিকটে আসিয়া পৌছিল । তাহাকে দেখিয়া • ক্ষীণমন কহিল, ওহে, তুমি এ স্থানে কেমন করিয়া আইলা উপযুক্ত সঙ্গির অভাবে আমি এত ক্ষণ কাতরতা প্রকাশ