পাতা:যাত্রিকের গতি.djvu/৪৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পতমোখের আগমন । Oఫి করিতেছিলাম, কিন্তু ভূমি আমার অভিমত সমী বট । তোমার আগমনে আমি অতি সন্তুষ্ট হইলাম, ভরসা করি আমরা পরস্পরের উপকারী হইতে পারিব। • পতনোন্মুখ কহিল, আমিও তোমাকে সঙ্গী পাওয়াতে পরমহলাদিত হইলাম। হে মহাশয়, ভাগ্যক্রমে আমাদের এতজপ মিলন হইয়াছে; আমরা যেন ইহার পরে পরস্পর পৃথক ন হই, এই নিমিত্তে আমার এক যষ্টি দিই, গ্রহণ কর । - r.

  • ক্ষীণমনা কহিল, তোমার এমত শুভাকাংক্ষায় বাধিত হইলাম, কিন্তু আমি তোমার যষ্টি চাহি না, কেননা খোড়া ন হইতেই খুঁড়িয়া গমন করিতে আমার ইচ্ছ। নাই। আবশ্যক হইলে আমি তাছা লইব । না জানি, কোন সময়ে ভদ্বারা কুকুরহইতে রক্ষা পাইতে পারিব।

পরে • পতনোমুখ কছিল, হে মহাশয়, অামাতে বা অামার যষ্টিতে যখন প্রয়োজন হইবে, তখন আজ্ঞা করিবেন। তদনন্তর তাহারা সকলে তথাহইতে প্রস্থান করিলে * মহোৎসাহ ও * সরলাত্মা অগ্ৰে ২ চলিল, তৎপরে * খ্ৰীষ্টীয়ানী ও তাহার পরিবার চলিল, সকলের শেষে *ক্ষীণমন ও ষষ্টিধারি • পতনোমুখ, এই দুই জন চলিল। অনন্তর * সরলাত্মা • মহোৎসাহকে কহিল, হে মহাশয়, এই ক্ষণে আমরা পথে আছি, আপনি অনুগ্রহ করিয়া পুৰ্ব্বকালীয় যাত্রি বিষয়ক কোন ২ হিতজনক কথা কহুন।

  • মহোৎসাহ কহিল, আমি সম্মত আছি । পুৰ্ব্বকালে নম্ৰতা নামক উপত্যকাতে আপলুয়োনের সহিত শ্ৰীষ্টীয়ানের যে প্রকার সংঘটন হইয়াছিল, এবং * মৃত্যুচ্ছায়া স্থলী দিয়া গমন কালে তাছার যে কষ্ট হইয়াছিল, রোধ হয় সে সকল আপনারা শুনিয়া থাকিবেন। এত