পাতা:যাত্রিকের গতি.djvu/৪৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిపెని

  • মহোৎসাহ কছিল, কঠিন বটে, কিন্তু তিনি তাহাদিগকে জাম্বাসও দিয়াছিলেন। সে যাহা হউক, তাছার দুই জন সিংহতুল্য বীর ছিল, তাহাদের সাহস শৈলের ন্যায় অচল ছিল। তাহারা বিচারকর্ডার সমীপে কেমন নিৰ্ভয়ে দাড়াইয়াছিল, তাহ কি আপনকার স্মরণে আইসে না ?
  • সরলাত্মা কছিল, ই, আইসে। “ বিশ্বাসী অতি ধৈর্য্য পুৰ্ব্বক যন্ত্রণ। ভোগ করিয়াছিল।
  • মহোৎসাহ কহিল, তাছাতে অনেক আশ্চর্য্য ফলও দর্শিয়াছিল, ফলতঃ তাহার মৃত্যু ভোগ দেখিয়৷ * আশাবান প্রভূতি কতকগুলীন লোক ঈশ্বরের প্রতি মন ফিরাইয়াছিল, এমত জনশ্রুতি আছে। -
  • সরলাত্মা কহিল, এ সকল বিষয় আপনি বিলক্ষণ জ্ঞাত আছেন; অতএব ইহার বৃত্তান্ত আরও কিছু কহন, শুনিতে বড় প্রয়াস করি।
  • মহোৎসাহ কহিল, তবে শুন। * মায়াহট্ট পার হইয়া গেলে পর * খ্ৰীষ্টীয়ানের সহিত যত লোকের সাক্ষাৎ হইয়াছিল, তাহাদের মধ্যে * বহুচেষ্ট নামে এক ব্যক্তি সৰ্ব্বাপেক্ষ ধূর্ত ছিল। -
  • সরলাত্মা জিজ্ঞাসা করিল, ঐ * বহুচেষ্ট কে ? * মহোৎসাহ কছিল, সে এক জন প্রধান শঠ ও পরিপক্ক কপটি লোক ছিল। সে সাংসারিক লোকদের অভিমত ধৰ্ম্মাচরণ করিত, কিন্তু সে এমন চতুর ষে তদ্বারা তাহার কখন কোন হানি বা ক্লেশ হইত না। প্রয়োজন হইলে তাহার স্বতন ২ ধৰ্ম্মমত হইত; এবং এই রূপ মতান্তর করিতে সে যেমন নিপুণ, তাহার স্ত্রীও তেমনি ছিল। অধিক কি কহিব ? এক মত পরিত্যাগ

করিয়া অন্য মত অবলম্বন করা তাহার সহজ কৰ্ম্ম ছিল;