পাতা:যাত্রিকের গতি.djvu/৪৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిపె$ মায়fহট্টে উপস্থিম্ভ হওন । এবং এ রীতি যে ভাল তাহ৷ সপ্রমাণ করিবার নিমিত্তে সে বাদানুবাদ করিত। কিন্তু আমি শুনিতে পাই, এত চেষ্টাতে • বহুচেষ্টের শেষদশ অতি মন্দ হইয়াছিল; এবং ঈশ্নরভক্ত লোকদিগের নিকটে তাহার কোন সন্তান যে কখন ংসিত হইয়াছে, এমত কদাচ শ্রবণ করি নাই। ইত্যবসরে যাত্রির ক্রমশঃ অগ্রসর হইয়া দূরহইতে * মায়াহাট দেখিতে পাইল। তাহাতে আপনাদিগকে সেই স্থানের নিকটবৰ্ত্তী দেখিয়। তাছার কি প্রকারে নগরের মধ্য দিয়া গমন করিবে, এতদ্বিষয়ে পরস্পর পরামর্শ করত এক ২ জন এক ২ প্রকার কথা কহিতে লাগিল । অবশেষে পথপ্রদর্শক কহিল, তোমরা জান আমি যাত্রিদের পথপ্রদর্শক হওয়াতে অনেক বার এই নগরের মধ্য দিয়া গমন করিয়াছি, তৎপ্রযুক্ত কুপ্রীয় • মুসোন নামক এক প্রাচীন শিষ্যের সহিত আমার পরিচয় আছে ; আমরা তাহার গৃহে গিয়া স্বচ্ছন্দে প্রবাস করিতে পারি। তোমাদের যদি অভিমত হয়, তবে চল, আমরা সেই স্থানে গমন করি । - তাহাতে বৃদ্ধ * সরলাত্মা সম্মত হইয়া কহিল, এই পরামর্শ ভাল। এবং * খ্ৰীষ্টীয়ানী ও • ক্ষীণমন প্রভৃতি সকলেই তাহাতে সম্মতি দিল । পরে নগরের প্রাপ্তভাগে পৌছিতে ২ দিন অবসান হইল, কিন্তু তাহাতে, কোন হানি হইল না, কেননা * মহোৎসাহ ঐ গৃহের পথ ভাল অবগত ছিল। অনন্তর সেই বাটীর নিকটে উপস্থিত হইলে ° মহোৎসাহ দ্বারে আঘাত করিয়া এক ডাক দিল । সেই শব্দ প্রবণমাত্রে বৃদ্ধ গৃহপতি তাহাকে চিনিতে পারিয়া অবিলম্বে দ্বার যুক্ত করিয়া দিলে তাহারা সকলে প্রবিষ্ট হইল। পরে গৃহপতি তাহাদিগকে জিজ্ঞাসা করিল,