পাতা:যাত্রিকের গতি.djvu/৪৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনাসোনের বাটীতে উপস্থিত হওন । Jల్సి& আপনার অদ্য কত দূরহইতে আসিয়াছেন? তাহার কহিল, আদ্য আমাদের মিত্ৰ • গায়ের গৃহহইতে আসিয়াছি। তাছাতে সে কহিল, আঃ ! এত পথ ! তোমরা অবশ্য শ্রান্ত হইয়া থাকিবা, অতএব বসিয়া বিশ্রাম কর। তাহাতে তাহারা সকলে বসিল । পরে পথপ্রদর্শক তাহাদিগকে কহিল, হে মহাশয়েরা, কুষ্ঠিত হইও না, বোধ হয় তোমাদের আগমনে আমার এই বন্ধ বড় সন্তুষ্ট আছেন । তাহ শুনিয়া “ মুসোন কহিল, সত্য, আপনকাদিগের শুভাগমনে আমি পরমাহলাদিত হইয়াছি । এই ক্ষণে যাহাই চাহেন, আজ্ঞামাত্র করুন, আমরা সাধ্যানুসারে সে সকল অাকরণ করিয়া দিব । , তাহাতে “ সরলাত্মা কহিল, অম্প ক্ষণ হইল আমরা উত্তম আশ্রয়স্থান ও সৎসঙ্গ, এই দুই বিষয়ের ভাবন করিতেছিলাম ; এই ক্ষণে তদুভয়ই প্রাপ্ত হইলাম। তাহাতে “ মুসোন কহিল, এ কেমন আশ্রয়স্তান, তাহা আপনারা দেখিতেছেন ; এবং সঙ্গ কি প্রকার, তাহ। পরীক্ষাদ্বারা জানা যাইবে । পরে ° মহোৎসাহ কহিল, এই ক্ষণে কি যাত্রিদিগকে স্ব ২ শয়নাগারে লইয়া যাইতে পারেন ? তাহাতে সে, পারি, এই কথা কহিয় তাহাদের প্রত্যেককে স্ব ২ গৃহ দেখাইয়া দিল ; এবং যাবৎ শয়নকাল উপস্থিত না হয়, তাবৎ তাহারা সকলে একত্র বসিয়৷ ভোজনাদি করিতে পারে, এমত এক প্রশস্ত ভোজশালাও তাহাদিগকে দেখাझेश मिळ । অপর তাহারা সে স্থানে উপবিষ্ট হইয়া পথশ্রান্তিহুইতে কিঞ্চিৎ বিশ্রাম প্রাপ্ত হইলে * সরলাত্মা গৃহপতিকে জিজ্ঞাসা করিল, এ নগরে ধাৰ্ম্মিক লোক আছে কি না ?