পাতা:যাত্রিকের গতি.djvu/৪৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

←hy মায়াহট্টস্থ ধাৰ্মিকবন্ধ ।

  • মাসোন কহিল, কএক জন আছে; কিন্তু অধাৰ্ম্মিৰ লোকদের তুলনায় তাহাদের সংখ্যা অতি অন্প জানিবেন। পরে " সরলাত্মা জিজ্ঞাসা করিল, কি প্রকারে তাহাদের সাক্ষাৎ পাইতে পারি? কেননা সমুদ্রগামি নাবিকদিগের পক্ষে নক্ষত্র ও চন্দ্রের প্রকাশ যদ্রপ, যাত্রিদের পক্ষে ধাৰ্ম্মিক লোকদের দর্শন তদ্রুপ ।

তাহাতে গৃহপতি পদাঘাতদ্বারা শব্দ করাতে • কৃপা নায় তাহার কন্যা উপরে আইলে সে তাহাকে কহিল ; হে কুপে, তুমি যাইয়া - চুর্ণমনা ও ধৰ্ম্মশীল ও • সাধু প্রিয় ও * অসত্যশঙ্ক এবং * অনুতাপী, এই কএক জন মিত্রকে কহ, যে অদ্য অামার গৃহে কতকগুলীন বন্ধ আসিয়াছে, তাহারা তোমাদের সহিত সাক্ষাৎ করিতে টাতে | অনন্তর * কৃপা গিয়া তাহাদিগকে এই সংবাদ দিলে তাহারা অাসিয়া উপস্থিত হইলে পর পরস্পর নমস্কার ও সম্ভাষানন্তর সকলে একত্র উপবিষ্ট হইল । পরে “ মুসোন কছিল, হে প্রতিবাসি মিত্রেরা, তোমরা দেখিতেছ, কতকগুলীন বিদেশি লোক আসিয়া অামার বাটীতে উপস্থিত হইয়াছে। ইতারা সকলেই যাত্ৰী ; ইছারা অনেক দূরহইতে আসিয়াছে, এবং সিয়োন পৰ্ব্বতে যাইতেছে। পরে সে - খ্ৰীষ্টীয়ানার প্রতি আজুলি নির্দেশ করিয়া কহিল, এ কে, তোমরা জান ? ইহার নাম - খ্ৰীষ্টীয়ানী। - খ্ৰীষ্টীয়ান নামে যে প্রসিদ্ধ যাত্রী * বিশ্বাসী নামক সঙ্গির সহিত আমাদের এই নগরে ঘোর দৌরাত্মা ভোগ করিয়াছিল, এ তাহারই ভাৰ্য্যা । এই কথা শুনিয়া তাহারা সকলে চমৎকৃত হইয়। কহিল, * কুপ যখন আমাদিগকে ডাকিয়াছিল, তখন আমরা ষে শ্ৰীষ্টীয়ানীকে দেখিতে পাইব, এমত প্রত্যাশ ছিল না ; এ অামাদের অনপেক্ষিত সৌভাগ্য । পরে তাহাr