পাতা:যাত্রিকের গতি.djvu/৪৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মায়াছট্ৰন্থ ধুর্মিকগণের সহিত আলাপ । ○>)" র। - খ্ৰীষ্টীয়ানীর কুশলবাৰ্ত্ত জিজ্ঞাসা করিয়া কহিল, এ যুব গুলীন আপনার স্বামির পুত্র কি না ? তাহাতে * খ্ৰীষ্টীয়ানী কহিল, ই, ইছারা তাঁহারই সস্তান। ইহা শুনিয়া তাহারা ঐ যুবদিগকে কহিল, তোমরা প্রেম পুৰ্ব্বক । ষে রাজার সেবা করিতেছ, তিনি তোমাদিগকে পিতার সদৃশ করিয়া নিৰ্ব্বিঘ্নে স্বর্গে তাহার কাছে লইয়া যাউন। এই রূপে তাহারা সকলে উপবিষ্ট হইলে পর * সরলাত্মা “ চূর্ণমনা প্রভৃতি সকলকে জিজ্ঞাসা করিল, এই ক্ষণে অাপনকাদের নগর কেমন অবস্থায় আছে ? তাহাতে “ চূর্ণমনা কহিল, হউ সময়ে এ স্থানে অতিশয় কলরব হইয়া থাকে, ইহা বুঝিতে পার। ব্যস্ত সময়ে আমাদের অন্তঃকরণ সুস্থির রাখা বড় কঠিন। যাহারা এমন স্থানে বাস করে, এবং যাহাদিগকে এ নগরস্থ লোকের সহিত ব্যবহার করিতে হয়, তাহারা প্রতি দণ্ডে সাবধান হইবার নিমিত্তে যেন পুনঃ ২ চেতনা পায়, এমত তাহাদের আবশ্যক অাছে। পরে * সরলাত্মা জিজ্ঞাসিল, সে যাহা হউক, এই ক্ষণে তোমাদের প্রতিবাসিরা ক্ষান্ত আছে, কি উপদ্রব করিয়া থাকে ?

  • চূর্ণমনা কহিল, পুৰ্ব্বাপেক্ষ তাহার এই ক্ষণে অনেক ক্ষান্ত হইয়াছে। * খ্ৰীষ্টীয়ান ও * বিশ্বাসী, এই দুই জন এখানে যে অত্যাচার প্রাপ্ত হইয়াছিল, তাহা আপনারা জ্ঞাত আছেন ; সম্প্রতি এখানকার লোকেরা অনেক শিষ্ট হইয়াছে। বোধ হয়, * বিশ্বাসির রক্তপাত জন্য অপরাধ অদ্যাপি তাহীদের পক্ষে গুরুতর ভারস্বরূপ আছে ; কেননা যদবধি তাহাকে माझे করিয়াছে, তদবধি লজ্জা প্রযুক্ত আর কাহাকেও দগ্ধ করে নাই। তৎকালে

পথে গমন করিতে আমাদের সাহস হইত না, কিন্তু 2 м