পাতা:যাত্রিকের গতি.djvu/৪৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9:Sy মায়াহউস্থ ধাৰ্মিকগণের मङ्कि ६ठरांव्नाँ*f । এই ক্ষণে স্বচ্ছন্দে শিরোত্তোলন করিয়া- যাইভে পারি। আর তৎকালে শ্রীষ্টের আশ্রিত হওয়া বড় ঘূণার বিষয় ছিল, এই ক্ষণে অামাদের এই বৃহন্নগরের কোন ২ স্থানে তদ্ধৰ্ম্ম অতি সন্ধান্তরূপে গণ্য হইয়াছে। অপর "মন যাত্রিদিগকে জিজ্ঞাসা করিল, আপনকাদের পথে কিরূপ ঘটনা হইয়াছিল? এবং পল্লীগ্রামের লোকের অাপনকাদের প্রতি কিরূপ ব্যবহার করিয়াছিল ? তাছাতে * সরলাক্সা কহিল, পথিকদের প্রতি যেরূপ ঘটিয়া থাকে, অামাদের প্রতিও তদ্রুপ জানিবা । কখন ২ পরিস্কার, কখন বা অপরিস্কার পথ পাই ; কখন ২ উৰ্দ্ধগমন, কখন ৰ অধোগমন করিতে হয় ; এই ২ রূপে আমাদের গমনপথের সমতা নাই। বায়ু ষে সৰ্ব্বদ আমাদের অনুকূলে বহে, এমত নয় ; এবং পথে যাহাদের সঙ্গে সাক্ষাৎ হয়, তাহার ষে সকলেই বন্ধু, এমতও নয়। ষাত্রায় প্রবৃত্ত হওনাবধি স্থানে ২ আমাদের ভারি ২ অাপদ ঘটিয়াছে; এবং পরে বা কি ঘটিবে, তাহাও কহিতে পারি না। “ ধাৰ্ম্মিক লোকের ক্লেশ অবশ্যই ঘটিবে,” এই যে প্রাচীন বাক্য, ইহা অতি যথার্থ জানিলাম । to

  • চূর্ণমনা কছিল, আপনি যে অপদের কথা কহিলেন, কহন দেখি, পথমধ্যে কি ২ অাপদ ঘটিয়াছিল ?
  • লয়লাঙ্ক কহিল; আমাকে জিজ্ঞাসা কর কেন ? অাস্বাদের পথপ্রদর্শক এই ° মহোৎসাহকে জিজ্ঞাস কর। ইনি সমস্ত বৃত্তান্ত ভালরূপে কহিতে পারেন। ।
      • কখা শ্রবণমাত্রে * মহোৎসাহ কহিতে লাগিল, শষের পথের মধ্যে তিন চারি ব্যর আক্রান্ত হইয়াছিলাম। প্রথমতঃ * খ্ৰীষ্টীয়ানী ও তাছার পুজের দুই দুরাংস্থার হস্তে পড়িয়া প্রায় প্রাণ হারায়, এমত বিপদগ্রস্ত