পাতা:যাত্রিকের গতি.djvu/৪৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মায়াহউস্থ শুর্মিকগণের সহিত আলাপ । Nలిపెసె ছইয়াছিল। পরে - রক্তপাতী ও * গদাহন্ত এবং • সাধুহস্তা, এই তিন জন বৃহৎকায় আমাদের উপর আক্রমণ করিল, বরঞ্চ শেষোক্ত • সাধুহস্তার উপরে আমরাই অাক্রমণ করিয়াছিলাম। তাহার বিবরণ বলি, শুনুন। আমাদের এবং তাবৎ মণ্ডলীর আতিথ্যকারি • গায়ের গৃহে কিঞ্চিৎ কাল প্রবাস করিলে পরে আমরা এক দিন অস্তুধারণ পুৰ্ব্বক বাহিরে যাইয়া যাত্রিদের কোন শত্রুর অনুসন্ধান পাই কি না, ইহা দেখিতে স্থির করিলাম। কারণ সেই অঞ্চলে এক জন ভয়ঙ্কর শত্ৰু বাস করে, ইহা আমরা শুনিয়াছিলাম । সে কোথায় থাকে, তাহা • গায় তদেশ নিবাসি প্রযুক্ত আমাদের অপেক্ষা ভাল জানিত, অতএব তাহাকে অগ্রগামী করিয়া সেই • সাধুহস্তার বাসস্থানের নিকটে যাইয়া এ দিগে ও দিগে উকি মারিয়া দেখিয়া শেষে তাছার গুহাদ্বারের উদেশ পাইলাম। তাছাতে আমরা হৃষ্টচিত্ত ও সাহসী হইয়। তাছার গুহার নিকটে য়াইয়া দেখিলাম, সে বলদ্বার। আমাদের এই বন্ধু • ক্ষীণমনাকে স্বজালে ধরিয়া ইহার প্রাণান্ত করিতে উদ্যত ছিল। কিন্তু আমাদিগকে দেখিয়া সেই দুরন্ত অধিক লভোর অাশতে লুব্ধ হওয়াতে এই দুভৰ্গাকে গুহার মধ্যে রাখিয়। আপনি বাহিরে আইল । তাকাতে আমরা তাহার উপর ঘোর আক্রমণ করিলে সেও অামাদিগকে যথাসাধ্য আঘাত করিতে লাগিল, কিন্তু শেষে সে পরাস্ত হইয়া ভূমিশাস্ত্রী হইলে আমরা তাহার মস্তক ছেদন করিয়া তদনুরূপ ছরাত্মাদিগের ভয় প্রদর্শনার্থে পথের পার্শ্বে ঝুলাইয়। দিলাম। এই বিবরণের সত্যতার প্রক্তি যদি কোন সন্দেহ থাকে, তবে সিংহের মুখহইতে উদ্ধৃত মেষশাবকস্বরূপ এই * ক্ষীণমনাকেই জিজ্ঞাসা করুন ।

  • ক্ষীণমনা কহিল, এই বিবরণ সত্য । অামি শঙ্কা ও

2 м 2