পাতা:যাত্রিকের গতি.djvu/৪৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 о о মায়া হটস্থ ধাৰ্মিকগণের সঙ্গি আলাপ । সাজ্জ্বন পুৰ্ব্বক তাহার প্রমাণ পাইয়াছি; ফলতঃ সেই বৃহৎকায়কে আমার অস্থিহইতে মাংস ছিড়িতে উদ্যত দেখিলে আমার শঙ্কা হইয়াছিল ; পরে আমার উদ্ধারার্থে মহোৎসাহ এবং তাহার অনুসঙ্গিদিগকে সশস্ত্র হইয়া আসিতে দেখিলে আমার সান্তুন জন্মিয়াছিল।

  • ধৰ্ম্মশীল কহিল, সাহস এবং নিষ্কলঙ্ক চরিত্র, এই দুই বিষয় যাত্রিদের বড় প্রয়োজনীয়। কেনন সাহস না থাকিলে তাহারা পথের শেষ পর্ষ্যন্ত গমন করিতে সমর্থ হয় না; এবং আচরণ মন্দ হইলে লোকদের নিকটে যাত্রির নাম পৰ্য্যন্ত ঘূণাস্পদ হয়। -

পরে - সাধুপ্রিয় কহিল, বোধ হয়, এ প্রকার উপদেশ তোমাদিগকে দেওয়া অনাবশ্যক। কিন্তু এই পর্থে এমত অনেক লোক আছে, যাহারা আপনাদিগকে পৃথিবীতে বিদেশী এবং বৈরাগ্যবিশিষ্ট না দেখাইয়। বরং যাত্রাতে বিরক্ত দেখায় । অপর * অসত্যশঙ্ক কহিল, এ কথা অতি যথার্থ ; যাত্রিদের মত তাহাদের বস্ত্রও নাই, এবং সাহসও নাই ; তাহার। সোজা হইয়। না চলিয়া বক্র গতিতে যায় ; তাছাদের জুতা অসমান ও বস্ত্র ছেড়া, ইহাতে তাহার আপন প্রভূর অপমান জন্মায়। - তৎপরে “ অনুতাপী কহিল, ঐ সকল বিষয়ের নিমিত্তে ভাবিত হওয়া তাহাদিগের উচিত। কেননা ঐ প্রকার দোষ ও কলঙ্ক দূর করণদ্বারা যাবৎ পথ পরিষ্কার না ছয়, তাবৎ যাত্রিদের মনোবাঞ্ছানুসারে তাহদের স্বভাব ও যাত্ৰাধৰ্ম্ম শোভা পাইতে পারে না। এই প্রকারে তাহারা সকলে বসিয়া পরস্পর কথোপকখন করত কিছু কাল যাপন করিলে ভোজ প্রস্তুত হইল শরে তাহারা আহারাদি করিয়া শয়ন করিতে গেল।