পাতা:যাত্রিকের গতি.djvu/৪৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মায়াহষ্ট্রে যাত্রিকদের অবস্থিতি। ' 8 o ? তদনন্তর তাহারা ঐ হউস্থিত “ মুসোনের বাটীতে বহু দিবস অবস্থিতি করিল। তদবসরে সে • কৃপা নামী অাপন কন্যা - খ্ৰীষ্টীয়ানীর পুত্ৰ - শিমুয়েলকে, ও - মার্থ নামী কন্যা - যুষফকে ভাৰ্য্যার্থে সম্প্রদান করিল। আর তৎকালীন ঐ নগরস্থ লোকদের বিপক্ষতা পুর্বের ন্যায় ন৷ থাকাতে ষাত্রিরা ঐ স্থানে পুৰ্ব্বোক্তক্রমে অনেক দিবস পৰ্য্যন্ত বাস করিয়৷ তন্নগরস্থ অনেক ধাৰ্ম্মিক লোকের সহিত পরিচিত হইয়া সাধ্যানুসারে তাছাদের প্রতি প্রণয় করিতে লাগিল। বিশেষতঃ *ককণা আপন রীতানুসারে দরিদ্রদিগের উপকারার্থে বহু পরিশ্রম পুৰ্ব্বক অন্ন বস্ত্র প্রস্তুত করিয়া তাহাদিগকে দান করিত, তাঙ্কাতে তাহারা কৃতজ্ঞতা স্বীকার করিয়া তাহার ধন্যবাদ করিত ; এই রূপে • করুণ। সেই স্থানেও খ্ৰীষ্টধৰ্ম্মের ভূষণস্বরূপ ছিল। এবং * কৃপা ও * ফৈবী ও * মার্থ ইহাদেরও প্রশংসা করা উচিত, কেননা ইহারা অতি শিষ্টপ্রকৃতি হওয়াতে সাধ্যানুসারে লোকদের উপকার করিত। আর উক্ত চারি জন বহুপ্রজা হওয়াতে পুৰ্ব্বোক্ত মতে জগতে * খ্ৰীষ্টীস্নানের নাম রক্ষা পাইবে, এমত সম্ভাবনা হইল । অপর যাত্রিদের ঐ স্থানে প্রবাস সময়ে বিকটাকার এক জন্তু অরণ্যহইতে নির্গত হইয়া আসিয়া নগরের অনেক লোককে সংহার করিতে, এবং তাছাদের শিশু সন্তানদিগকে কাড়িয়া লইয়া আত্মশাবকদের স্তন্যপানে অভ্যাস করাইতে লাগিল। সে এমত ভয়ঙ্কর, যে নগরবাসি লোকদের মধ্যে কেহ তাহার সম্মুখে যাইতে সাহস করিত না, বরং তাহার আগমনের শব্দমাত্র শ্রবণে সকলেই পলায়ন করিত। পৃথিবীস্থ তাবৎ জন্তুহইতে ঐ জন্তুর আকার প্রকার বিভিন্ন ছিল। তাহার শরীর নাগের তুল্য, এবং তাহার 2 м 3