পাতা:যাত্রিকের গতি.djvu/৪৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o 3. ভয়ানক জন্ডর সহিত যুদ্ধ । সপ্ত মস্তক ও দশ শৃঙ্গ ছিল। ঐ জন্তু অনেক ২ শিশুকে নষ্ট করিত, কিন্তু আশ্চৰ্য্য এই, সে একটী স্ত্রীলোকের বশীভূত ছিল। ঐ জন্তু মনুষ্যদিগকে ব্যবস্থ। দিত ; তাহাতে যাহার। আত্মার পরিত্রাণ অপেক্ষ শারীরিক জীবনরক্ষা শ্রেষ্ঠ জ্ঞান করিত, তাহারা তাহার ব্যবস্থা গ্রহণ করিয়া তাহার অধীন হইল । তখন * মহোৎসাহ, এবং যাত্ৰিগণের দর্শনার্থে যাহার। * মাসোনের গৃহে আসিত, তাহারা সকলে একপরামর্শ হইয়। ঐ সংহারকারি জন্তুর মুখহইতে নগরস্থ লোকদিগকে মুক্ত করণাভিপ্রায়ে তাহার সহিত সংগ্রাম করিতে পণ করিল। অতএব • মহোৎসাহ ও চূর্ণমনা ও • ধৰ্ম্মশীল ও * অসত্যশঙ্ক ও * অনুতাপী, এই সকলে অস্ত্ৰধারণ পুৰ্ব্বক ঐ জন্তুর সহিত যুদ্ধার্থে গমন করিল ; তাহাতে সে তাঙ্গা৯ দিগকে দেখিয়া তুচ্ছ জ্ঞান করিয়া অত্যন্ত আস্ফালন করিতে লাগিল, কিন্তু তাহারা অস্ত্রবিদ্যাতে অতি নিপুণ প্রযুক্ত ঐ জন্তুকে এমন আঘাত করিল, যে সে পরাস্ত কইয়া নিজ আবাসে পলাইয়া গেল । তখন তাহারাও * মাসোনের গৃহে পুনৰ্ব্বার ফিলিয়া আইল । ঐ জন্তু বিশেষ ২ মাসে আপন শহরহইতে বাক্তির হইয়া নগরস্থ লোকদের বালকগণের প্রতি আক্রমণ করিত। অতএব সেই ২ সময়ে পুৰ্ব্বোক্ত বীর পুরুষেরা ঐ জন্তুর অপেক্ষ কন্ধিয় তাহার উপর পুনঃ ২ আক্রমণ করিত, অস্থাতে সে কালক্রমে ক্ষত বিক্ষত ও পঙ্গু হওয়াতে পুৰ্ব্বানুরূপ নগরস্থ বালকগণের উপর আর উৎপাত কৱিতে পারিল না। এবং কেছ ২ এমত অনুমান করে, #ই সকল আঘাতেই তাহার প্রাণবিয়োগ হইবে। এই হিতজনক কার্য্যের নিমিত্তে ° মহোৎসাহ ও তা