পাতা:যাত্রিকের গতি.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

** ছিভেচ্ছকের সহিত কথোপকথন। তাহাতে “হিতেজুক কহিল, ইঁ, সৰ্ব্বতোভাবে আমার এমন ইচ্ছা আছে। এই কথা কহিয়া তৎক্ষণাৎ তাহাকে দ্বার খুলিয়। দিল । তাহাতে "গ্ৰীষ্টীয়ান ঐ দ্বারে প্রবেশ করিতে উদ্যত হইলে সেই “ হিতেজুক তাহার হাত ধরিয়া এক টান দিয়া তাহাকে ভিতরে লইল । তাহাতে • খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, ইহার অভিপ্রায় কি ? তখন সে কহিল, এই দ্বারহইতে অল্প দূরে একটি দুর্গম গড় আছে। ঐ গড়ে 尊 বালসিবুৰু নামক সেনাপতি ও তাহার সহচরগণ থাকে, তাহারা এই দ্বারের নিকটে কোন লোককে আসিতে দেখিলে তাহার প্রতি হঠাৎ বাণ নিক্ষেপ করে । তাহাতে * খ্ৰীষ্টীয়ান কহিল, ইহাতে আমার হর্ষবিষাদ জন্মে । - - পরে সে প্রবেশ করিবামাত্র হিতেক্ষুক দ্বারী তাহাকে জিজ্ঞাসা করিল, এ স্থানে আসিতে তোমাকে কে পরামর্শ দিয়াছিল ? W, তাহাতে * খ্ৰীষ্টীয়ান কছিল, ” মঙ্গলব্যঞ্চক নামে এক জন আমাকে এস্থানে আসিয়া দ্বারে আঘাত করিতে আজ্ঞা দিয়াছিলেন। এবং কহিয়াছিলেন, তোমার তাবৎ কর্তব্য বিষয় সেই স্থানের দ্বারী তোমাকে কহিয়া দিবে ; অতএব আমি সেই রূপ করিয়াছি । তখন “হিতেজুক কহিল, তোমার সম্মুখে অনাবৃত একটি দ্বার অাছে, তাহারুদ্ধ করিতে কাহারো সাধ্য নাই। তাহাতে * খ্ৰীষ্টীয়ান কহিল, হে মহাশয়, আমার যে ২ আপদ ঘটিয়াছিল, এখন তাহার অধিক সুখানুভব হইতেছে ।

  • ছিতেজুক জিজ্ঞাসিল, তুমি যে এ স্থানে একাকী আসিয়াছ ইহার কারণ কি ? '.