পাতা:যাত্রিকের গতি.djvu/৪৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মায়াহট্টহুইতে যাত্রিদের প্রস্থান । 8. o SD ছার সঙ্গিগণ ঐ নগরে অতি খ্যাত্যাপন্ন হইল ; বিশেষতঃ ধৰ্ম্মের প্রতি যাহাদের শ্রদ্ধা নাই, এমত লোকেরাও তাহাদের সম্মান ও প্রতিষ্ঠা করিতে লাগিল ; এতন্নিমিত্তে ঐ নগরে বাস কালে যাত্রিদের প্রতি কেহ বড় দৌরাত্ম্য কৱিল না। তথাপি পেচকের ন্যায় দিবান্ধ ও পশুর ন্যায় স্থূলবুদ্ধি কএক জন ইতর লোক তাহদের বীরত্বে ও কার্য্যে মনোযোগ না দিয়া তাহাদিগকে অবজ্ঞা করিত। ১৩ অধ্যায় । অনন্তর যাত্রিদের গমনকাল উপস্থিত হইলে তাহারা প্রস্থানার্থে প্রস্তুত হইতে লাগিল ; বিশেষতঃ বন্ধুগণকে ডাকিয়া অানাইয়া তাঙ্গাদের সঙ্গে কথোপকথন করিল, এবং প্রার্থনাদ্বারা নিজ রাজার হস্তে এক জন অন্যকে সমপর্ণ করিতে কিছু কাল ব্যয় করিল। এবং তাছাদের বন্ধুগণ আপন ২ সাধ্যক্রমে দুৰ্ব্বল ও বলবান এবং স্ত্রী ও পুরুষ প্রত্যেকের প্রয়োজনীয় পাথেয় দ্রব্য আনিয়া তাছাদের নিকটে উপস্থিত করিল। পরে প্রস্থান করণ সময়ে তাহাদের বন্ধুগণ নগরহইতে কিয়দূর পর্য্যন্ত মাত্রিদিগকে আগবাড়ান দিতে গেল। পরে বিদায় কালে তাহারা পরস্পরকে পুনৰ্ব্বার নিজ রাজার হস্তে সমর্পণ করিলে বন্ধুগণ নগরে প্রত্যাগমন করিল, এবং যাত্রিরাও স্বীয় পথে অগ্রসর হইতে লাগিল। ফলতঃ সকলের অগ্ৰে * মহোৎসাহ চলিল ; কিন্তু স্ত্রীলোক, ও বালকেরা দুৰ্ব্বল হওয়াতে সকলকেই ধীরে ২ যাইতে হইল। তাছাতে • পতনোমুখ ও • ক্ষীণমন অনুরূপ সঙ্গী পাওয়াতে সাত্মন। প্রাপ্ত হইল। তন্নগরনিবাসি বন্ধদের নিকটহইতে বিদায় হওনের