পাতা:যাত্রিকের গতি.djvu/৪৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তম মেষপালক । 8 о G: বৃক্ষের পত্র ভক্ষণ করিলে পীড়া নষ্ট হয়। এবং তথাকার মাঠ সম্বৎসর ব্যাপিয়া হরিদ্বর্ণ থাকে, এবং সেই স্থানে ষাত্রিরা নিরাপদে শয়ন করিতে পারে। গীত ২৩, ২ । ঐ নদীতীরস্থ মাঠেতে অনেক মেষালয় ছিল, বিশেষতঃ যাত্রিকী স্ত্রীদিগের শিশুরূপ মেষশাবকদের প্রতিপালনার্থে এক বাটী নিৰ্ম্মিত ছিল। আর ঐ শাবকদের প্রতি বাৎসল্য প্রকাশ করণে ও তাহাদিগকে ক্রোড়ে করিয়া বহন করণে ও গৰ্ত্তবতীদিগকে অতি মৃদু গতিতে গমন করাওণে নিপুণ এক জন পালক সেই বাটীতে ছিলেন, তিনি তাহাদের প্রতিপালনে নিযুক্ত ছিলেন। অতএব • খ্ৰীষ্টীয়ানী আপন চারি পুত্রবধুকে পরামর্শ দিয়া কহিল, তোমরা আপন ২ সন্তানগণকে এই প্রতিপালকের হস্তে সমপর্ণ কর । এই জল সন্নিহিত গৃহেতে আশ্রয় পাইলে উত্তমরূপে তাছাদের লালন পালন হইবে, এবং ভাবি কালে তাকাদের কেহ হারাণ হইবে না। কেননা ইনি ভ্রান্ত কিম্বা হারাণ সকলকে স্বস্থানে পুনবৰ্বার আনয়ন করিবেন, এবং ভগ্নাঙ্গের ক্ষত বান্ধিয়া দিবেন, ও পীড়িতদিগকে সুস্থ করিবেন। এখানে তাহাদের অন্ন বস্ত্রের অভাব কদাচ হইবে না, এবং এই স্থানে তাহারা দসু ও তস্করহইতে রক্ষা পাইবে ; কেননা ইহার নিকটে যাহারা গচ্ছিত আছে, প্রাণ থাকিতে তাহীদের এক জনকেও নষ্ট হইতে দিবেন না। আর দেখ, এই স্থানে তাহারা উত্তম শিক্ষা ও চেতনা পাইয়া সৎপথে গমন করিতে সুশিক্ষিত হইৰে; ইহা সামান্য লাভ নয়। অধিকন্তু তোমরা দেখিতেছ, এ স্থানে অতি মিষ্ট জল ও রমণীয় মাঠ \S সুগন্ধি পুষ্প এবং সুপথ্য ফলোৎপাদক নানা প্রকার বৃক্ষ আছে। “ কালুসিৰূবের উদ্যানস্থ বৃক্ষের শাখা ভিত্তির উপর দিয়া ঝলিয়া পড়াতে * মথি যে ফল খাই