পাতা:যাত্রিকের গতি.djvu/৪৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 е 9 আশাভঙ্গের সহিন্ত যুদ্ধ । । স্নাছিল, সেই ফলের ন্যায় এই ফল নয়, বরং ইহা অসুস্থের স্বাস্থ্যজনক ও সুস্থের স্বাস্থ্যবৰ্দ্ধক জানিবা। অতএব তাহার। এই পরামর্শ গ্রাহ করিয়া ঐ ব্যক্তির হস্তে আপন ২ সস্তানদিঙ্গকে সমর্পণ করিতে সম্মত হইল। বিশেষতঃ ঐ স্থান দুর্বল ও পিতৃহীন শিশুদের আশ্রয়স্থান হওয়াতে তাছাদের ভরণ পোষণ জন্য ব্যয় রাজকোষহইতে দত্ত হইবে, ইহা শুনিয়া তাহারা অারও সন্তুষ্ট হইল। তদনন্তয় তাহার। পথে অগ্রসর হইতে লাগিল । পরে যে শিড়ি দিয়া - খ্ৰীষ্টীয়ান ও তাছার সঙ্গি * অাশাবান উঠিয়া * উপপথ নামক মাঠে প্রবেশ করণনন্তর বৃহৎকায় - আশাভঙ্গ কর্তৃক ধৃত হইয়া • সংশয়চুর্গে বদ্ধ হইয়াছিল, যাত্রিরা যখন সেই শিড়ির নিকটে উপস্থিত হইল, তখন কি কৰ্ত্তব্য তাহা বসিয়া বিবেচনা করিতে লাগিল । ফলতঃ তাহারা পরস্পর কহিতে লাগিল, আমরা এত লোক, এবং আমাদের অগ্রগামী * মহোৎসাহ এমন মহাবীর, যে বোধ হয় সেই দুরস্তের উপরে আক্রমণ করিলে তাহার গড় ভাঙ্গিয়া তন্মধ্যে কারাবদ্ধ যাত্রিদিগকে মুক্ত করা আমাদের সাধ্য। অতএব আইস, আমরা অগ্রে তাহাই করি, পরে স্বপথে পুনরায় গমন করিব। তালতে এক জন কহিল, অপবিত্র ভূমিতে গমন করা কি উচিত? অার এক জন কহিল, আমাদের অভিপ্রায় যদি ভাল হয়, তবে উচিত বটে । শেষে * মহোৎসাহ কহিল, শেষোক্ত বাক্য সৰ্ব্বথা গ্রাহ তাহা নছে ; কিন্তু পাপের প্রতিরোধ ও মন্দের পরাজয় ও বিশ্বাসরূপ উত্তম যুদ্ধ করিবার জাজা আমাকে দত্ত হইয়াছে। ঐ * অাশাভঙ্গ ব্যতিরেকে অৱ কাহার সহিত সেই উত্তম যুদ্ধ করিব ? -অতএব আমি এক বার তাহার প্রাণ ও গড়, নষ্ট করিতে চেষ্টা করি। আমার সঙ্গে