পাতা:যাত্রিকের গতি.djvu/৪৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ আশাভঙ্গের সহিত যুদ্ধ । 8 o 4 কে ২ ষাইবা ? কহ । তাহাতে বৃদ্ধ • সরলাত্মা কহিল, আমি যাই । আর * মথি ও শিমুয়েল ও • যাকুব এবং • মূষক, শ্ৰীষ্টীয়ানীর এই চারি পুত্ৰ কহিল, আমরাও খাই, কেননা তাঙ্গারা তখন যুবা ও বলবান হইয়াছিল। এই রূপ যুক্তি করণানন্তর আপনারা যাবৎ ফিরিয়া না আইসে, তাবৎ স্ত্রীলোকদিগকে রাজপথে রাখিয়া তাছাদের রক্ষার্থে * ক্ষীণমনাকে ও যষ্টিধারি * পতনোন্মুখকে নিযুক্ত করিয়া গমন করিল । কেননা সেই দুরন্ত * অাশাভঙ্গের গড় যদ্যপি নিকটবর্তী ছিল, তথাপি রাজপথে থাকাতে ঐ স্ত্রীলোকদের রক্ষার্থে কোন ক্ষুদ্র বালককে নিযুক্ত করিলে তাহারা নিৰ্ব্বিঘ্নে থাকিত। অপর ° মহোৎসাহ ও বৃদ্ধ * সরলাত্মা এবং উক্ত চারি যুব পুরুষ বৃহৎকায় - আশাভঙ্গের অন্বেষণে • সংশয়দুর্গের দিগে গমন করিতে লাগিল। পরে দুর্গদ্বারে উপস্থিত হইলে প্রবেশ করণের চেষ্টাতে অতি উচ্চৈঃশব্দে আঘাত করিতে লাগিল ; তাছাতে ঐ বৃদ্ধ বীর “ শঙ্ক। নামী অাপন স্ত্রীর সমভিব্যাহ।রে দ্বারে অসিয়া জিজ্ঞাস। করিল, কে ? বৃহৎকায় * অাশাভঙ্গকে এমত বিরক্ত করিতে কাহার দুঃসাহস আছে ? তাহাতে ° মহোৎসাহ উত্তর করিল, স্বগীয় রাজধানীতে গমনকারি যাত্রিদের পথপ্রদর্শকরূপে নিযুক্ত ° মহোৎসাহ নামে রজভূত্য আমি । অতএব আমার প্রবেশার্থে এই দণ্ডে দ্বার খুলিয়া দেও, এবং সংগ্রামার্থে সসজ্জ হও, কেননা তোমার শিরশেছদন করিতে এবং তোমার এই * সংশয়দুর্গ ভাঙ্গিতে আমি আসিয়াছি। ঐ কথা শুনিয়া • আশাভঙ্গ চিন্তা করিল, আমি বৃহৎকায়, আমাকে পরাস্ত করিতে মনুষ্যের সাধ্য কি ? পুৰ্ব্বে মামি কোন ২ স্বর্গদূতকে পরাভব করিয়াছি, অতএব এখন