পাতা:যাত্রিকের গতি.djvu/৪৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Beb- আশাভঙ্গের সহিত যুদ্ধ । এই ° মহোৎসাহ কি আমাকে ভয়াৰ্ত্ত করিবে ? ইহা ভাবিয়া সে সজ্জীভূত হইয়া, অর্থাৎ মস্তকে লৌহ শিরস্ত্র এবং বুকে অগ্নিময় বুকপাট এবং চরণে লৌহ পাছক দিয়া অতি বড় এক লগুড় হস্তে করিয়া দুৰ্গহইতে বহিগত হইল। তখন ঐ ছয় ব্যক্তি তাঙ্গাকে অগ্র পশ্চাৎ ঘেরিয়া আক্রমণ করিতে লাগিল। তাহাতে “ শঙ্কা নামী তাহার পত্নী স্বামির সাহায্যার্থে নিকটে আইলে বৃদ্ধ * সরলাত্মা তাহাকে একাঘাতে কাটিয়া ফেলিল। অনন্তর উভয় পক্ষ প্রাণপণে যুদ্ধ করিতে ২ শেষে বৃহৎকায় * আশাভঙ্গ ভূমিতে পতিত হইল, কিন্তু প্রাণত্যাগ করিতে অনিচ্ছুক হওয়াতে যুদ্ধ করিতে ক্ষান্ত হইল না। তাছাতে সে মরিলেও মরিবে না, এমত ভয় জন্মিল, কিন্তু অবশেষে * মহোৎসাহ তাছার মৃত্যুর কারণ হইল, কেননা সে যাবৎ তাহার মস্তক ছেদন না করিল, তাবৎ ক্ষান্ত হইল না। পরে তাহার। - সংশয়দুর্গ ভাঙ্গিতে উদ্যত হইল । * আশাভঙ্গের মৃত্যু হওয়াতে সেই কাৰ্য্য অতি সহজ ছিল, তথাপি ভাকাতে সপ্ত দিন লাগিল। দুর্গমধ্যে খাদ্যাভাবে মৃতকম্প - নিরাশ নামক এক জন ও * ভয়াকুল নামী তাহার কন্যা এই যে দুই যাত্রী কারাবদ্ধ ছিল, তাহাদিগকে তাহারা জীবৎ পাইয়া উদ্ধার করিল। এতদ্ভিন্ন গড়ের উঠানে প্রক্ষিপ্ত অনেক মৃত মনুষ্যের দেহ এবং কারাকুপে রাশীকৃত মাথার খুলি এবং অস্থি দেখিয়া তাহারা অতি চমৎকৃত ও শোকান্বিত হইল । অনস্তুর মহোৎসাহ ও তাছার অনুচরেরা ঐ মহৎ কার্য সাধন করিয়া • নিরাশকে এবং * ভয়াকুল নামী তাহার কন্যাকে রক্ষা করিতে স্বীকার করিল, যেহেতুক ভায়ার ঐ দুরাত্মা • আশাভঙ্গের • সংশয়দুর্গে বদ্ধ থাকিare ধাৰ্ম্মিক লোক ছিল। পরে তাহার। ঐ বৃহৎকায়ের