পাতা:যাত্রিকের গতি.djvu/৪৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশাভঙ্গের মৃত্যুতে বাত্রিদের উল্লাস । 8 о гу কবন্ধ প্রস্তররাশির নীচে , পুঁতিয়া তাহার মুণ্ড হস্তে লইয়া রাজপথে অপেক্ষাকারি অাত্মীয়গণের নিকটে অাসিয়া আপনাদের কৃত কাৰ্য্য দেখাইল। তাহাতে * অাশাভঙ্গের মস্তক দেখিয়া • ক্ষীণমনা ও * পতনোমুখ অতিশয় আমোদ করিতে লাগিল । তাহাদের এমন আনন্দ দেখিলে * খ্ৰীষ্টীয়ানী ও তাহার পুত্রবধু * করুণ বীণা প্রভৃতি বাদ্যবাদনে নিপুণ হওয়াতে তাহ বাজাইতে লাগিল, তাহাতে * পতনোমুখ ঐ • নিরাশের * ভয়াকুলা নামী কন্যার হস্ত ধরিয়া রাজপথে নৃত্য করিতে লাগিল। নৃত্য করণার্থে যদ্যপি তাহকে ষষ্টিতে অবলম্বন করিতে হইল, তথাপি সে তালে ২ এমত পা ফেলিতে লাগিল, এবং ঐ কন্যাও বাদ্যানুসারে এমত নাচিল, যে তাহ দেখিয়া সকলেই চমৎকৃত হইল। সেই নৃত্য বাদ্যাদিতে • নিরাশের তাদৃশ তৃপ্তি জন্মিল না ; কেননা ক্ষুধায় মৃতকম্প হওয়াতে সে নৃত্য অপেক্ষ বরং আহার করণের আকাজক্ষী ছিল । অতএব * খ্রীষ্টায়ানী তাহার প্রাণ জুড়াইতে প্রথমে নিজ শিশিহইতে কিঞ্চিৎ দ্রাক্ষারস পান করাইল, পরে তাছার জন্যে খাদ্য দ্রব্য প্রস্তুত করিয়া আহার করাইল, তাহাতে ঐ বৃদ্ধ পুনর্জীবিতের ন্যায় হইয়া বল পাইতে লাগিল। ঐ সমস্ত ব্যাপার সমাপ্ত হইলে পর আমি স্বপ্নেতে দেখিলাম, ভাবি কালে, ষেন কোন পথিক * অাশাভঙ্গের ভূমিতে প্রবিষ্ট না হয়, এই নিমিত্তে - খ্ৰীষ্টীয়ান যে স্তম্ভ স্থাপিত করিয়াছিল, তাহার সম্মুখে অথচ রাজপথের পার্শ্বে • মহোৎসাঙ্গ এক বৃহৎ বঁাশ পুঁতিয়া ঐ * অাশাভঙ্গের মস্তক তাহাতে টাঙ্গাইয়া দিয়া তাহার নীচে এক, প্রস্তরখণ্ডে এই পদ্য লিখিয়া দিল, যথা, পুৰ্ব্বকালে এই স্থানে ছিল এক বীর । আশাভঙ্গ ভার নাম বিকটশরীর ॥ 2 N.