পাতা:যাত্রিকের গতি.djvu/৪৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8. У о রমণীয় পৰ্ব্বতে উপস্থিত হওন । শুনিয়া যাহার নাম লোকে লাগে ভয় । তাহার মন্তক এই জানিবা নিশ্চয় ॥ ংশয় নামক গড়ে করিত নিবাস । সম্পূর্ণরূপেতে তাহ হয়েছে বিনাশ ॥ শঙ্কা নামে এক ভাৰ্য্য। অাছিল তাহার । মহোৎসাহ বীর তীরে করিল সংহার। নিরাশ নামেত্তে এক যাত্রী ক্ষীণকার । ভয়াকুলা নামে খ্যাত দুহিতা তাহার। এই দুই মানবেরে করিবারে ত্রাণ । মহোৎসাহ মহাবীৰ্য্য করিল বিধান ॥ কেহ যদি এ বিষয়ে করয়ে সংশয় । দৃষ্টি মাত্রে দ্বিধ। মন ঘুচিবে নিশ্চয় ॥ দেখ করিতেছে নৃত্য ভীত যে খঙ্কের । মুণ্ড হেরি ভয়ে মুক্ত হয়েছে তাহারা ॥ পুৰ্ব্বোক্তরূপে • সংশয়দুর্গ নষ্ট করণে এবং বৃহৎকায় * আশাভঙ্গকে বধ করণে যাত্রিদের বীরত্ব প্রকাশ পাইলে পরে যাত্রির পুনরায় অগ্রসর হইতে লাগিল । অপর যে স্থানে “ শ্ৰীষ্টীয়ান এবং * অাশাবান বিবিধ সুখ ভোগে পরিতৃপ্ত হইয়াছিল; সেই * রমণীয় পৰ্ব্বতে তাহারাও আসিয়া পৌছিল। পরে তথাকার মেষপালকদিগের সহিত সাক্ষাৎ হইলে তাহারা পুৰ্ব্বে - খ্ৰীষ্টীয়ানের যে রূপ সম্মান করিয়াছিল, সেই রূপ এই ক্ষণে যাত্রিদিগকে সমাদর পুর্বক গ্রহণ কৰিল । * মহোৎসাহের সহিত মেষপালকদের পুর্বাবধি পরিচয় থাকাতে তাহারা তাহার পশ্চাদগামি অনেক লোককে দেখিয়া তাহাকে জিজ্ঞাসিল, হে মহাশয়, আপনকার সমভিব্যাহারে অনেক লোক দেখিতেছি, ইছাদিগকে আপনি কোথায় পাইলেন ? তাহাতে ° মহোৎসাহ উত্তর করিল, যথা,