পাতা:যাত্রিকের গতি.djvu/৪৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8°C 文 দুৰ্ব্বলদিগের প্রতি মেষপালকদের দয়া । প্রদর্শককে কছিল, ছে বন্ধে, আমরা এই দুৰ্ব্বলদিগের নাম ধরিয়া ভাকিলাম, কেননা এই প্রকার লোকেরা আ সিতে সন্দেহ করে। কিন্তু তোমাকে ও অার ২ বলবানদিগকে নাম ধরিয়া ডাকিবার প্রয়োজম নাই ; তোমরা যথাবিহিত জাত আছ । তখন * মহোৎসাহ কহিল, আমি অদ্য দেখিতেছি, প্রভূর অনুগ্ৰহেতেই তোমাদের মুখ প্রসন্ন আছে; তোমরা আমার প্রভুর প্রকৃত মেষপালক। যেহেতুক তোমরা এই দুৰ্বলদিগকে দূর করিয়া না দিয়া বরং বাচীর দ্বার পর্য্যন্ত তাহাদের পথ পুষ্পেতে শোভিত করিয়া দিয়াছ । অনন্তর ঐ পীড়িত দুৰ্ব্বলেরা অগ্রে প্রবিষ্ট হইলে * মহোৎসাহ ও অার ২ সকলেই প্রবেশ করিল । পরে সকলে উপবিষ্ট হইলে মেষপালকের দুৰ্ব্বলদিগকে জিজ্ঞাসা করিল, তোমরা কি খাইতে চাও? বল ; যেহেতুক দুৰ্ব্বলদিগের ভরণপোষণার্থে ও অশান্তদিগকে চেতনা দানার্থে " সকল কাৰ্য্য করা অামাদিগের উচিত। এই কথা কহিয় তাহারা তাহাদের নিমিত্তে লঘুপাক অথচ সুস্বাদু ও পুষ্টিকর দ্রব্যের ভোজ প্রস্তুত করিয়া দিলে তাহার ভোজন পান করিয়া স্ব ই নিরূপিত স্থানে যাইয়া শয়ন করিল। - - - তথায় আগত যাত্রিদিগকে কোন ২ অস্তৃত বিষয় দেথাইতে সেই মেষপালকদের প্রথা ছিল ; অতএব পরদিবস আকাশ অতি নিৰ্ম্মল ও তথাকার পর্বত সমস্ত উচ্চ হওয়াতে যাত্রির প্রাতঃকালে আহার করিয়া প্রস্তুত হুইবামাত্র মেষপালকেরা তাহাদিগকে বাহিরে লইয়া গিয়া পুর্বে - খ্ৰীষ্টীয়ানকে যাহা দেখাইয়াছিল, প্রথমে তাহা দেখাইল ; তদনন্তর তাহাদিগকে কোন ২ স্বতন স্থানে লইয়া গেল। ফলতঃ প্রথমে তাহাদিগকে