পাতা:যাত্রিকের গতি.djvu/৪৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিত্রগিরি ও শুদ্ধগিরি । 8 Y O

  • চিত্রগিরিতে লইয়। গেল ; সেই স্থানে স্ববাক্যদ্বারা পৰ্বতকে নৃত্য করাইতেছে, এমত এক ব্যক্তিকে দূরহুইতে দেখিতে পাইয়। তাহারা মেষপালকদিগকে জিজ্ঞাসা করিল, উনি কে ? অার উহার কাৰ্য্যের অভিপ্রায় বা কি ? তাহাতে তাহারা কহিল, যাত্রিকের গতির প্রথম ভাগে - মহানুগ্রহ নামক যে ব্যক্তির কথা লিখিত আছে, উনি তাহার পুত্র। আর পথে স্থিত বাধারূপ পৰ্ব্বত সকলকে বিশ্বাসদ্বারা সমান কিম্বা স্থানান্তর করিতে পারা যায়, যাত্রিদিগকে এই শিক্ষা দিবার নিমিত্তে উনি ঐ স্থানে নিযুক্ত আছেন। তাহাতে ° মহোৎসাহ কহিল, অামি উহাকে জানি ; উনি অনেকের মধ্যে শ্রেষ্ঠ

এক জন । তৎপরে মেষপালকেরা যাত্রিদিগকে * শুদ্ধগিরি নামে অন্য এক স্থানে লইয়া গেল । সে স্থানে উপস্থিত হইয়া তাঙ্গারা দেখিল, যে শুভ্ৰ বস্ত্র পরিহিত কোন ব্যক্তির গাত্ৰে * অবিচার ও * মৎসর নামে দুই জন অনবরত কদম ক্ষেপণ করিতেছে ; কিন্তু আশ্চৰ্য্য এই, অবিলম্বে সে কদম ঝরিয়া পড়িলে তাহার বস্ত্ৰে যেন কখন ধুলীমাত্র প্রক্ষিপ্ত হয় নাই, এমত নিৰ্ম্মল দেখাইল । তাহা দেখিয়া যাত্রিরা জিজ্ঞাসা করিল, ইহার তাৎপৰ্য্য কি ? মেষপালকেরা উত্তর করিল, উহার নাম * ধাৰ্ম্মিক, এবং উহার বস্ত্র চরিত্রের শুদ্ধতাস্বরূপ জানিবা । যাহারা উহার গাত্রে কদম ক্ষেপণ করিতেছে, তাহারা তাহার সদাচরণে বিরক্ত লোক। তোমরা দেখিতেছ, ঐ কদম তাহার বস্ত্রে লাগিয়া থাকে না ; তাহার তাৎপৰ্য্য এই, শুদ্ধ ব্যক্তির প্রতি অপবাদ আরোপিত হইলে তাহী সাব্যস্ত হয় না । ষে ব্যক্তি শুদ্ধ লোক দিগকে সকলঙ্ক করিতে চেষ্টা করে, তাহার চেষ্টা বিফল - 2 N 3