পাতা:যাত্রিকের গতি.djvu/৪৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 Y 8 দয়াগিরি । হয় । কেননা অবিলম্বে পরমেশ্বর দীপ্তির ন্যায় তাহাদের ধৰ্ম্ম ও মধ্যাছের ন্যায় তাহাদের যথার্থতা প্রকাশ করিবেন । - তদনন্তর তাহাদিগকে * দয়াগিরি নামক অার এক পৰ্ব্বতে লইয়া যাওয়াতে তাহারা দেখিল যে তথায় এক ব্যক্তি এক থান বস্ত্র কাটিয়া চতুর্দিকে দণ্ডায়মান দরিদ্র লোকদের নিমিত্তে পরিচ্ছদ নিৰ্ম্মাণ করিতেছিল ; কিন্তু সেই থান কিছু মাত্র হ্রাস হইল না। তখন তাহারা কহিল, ইহার মৰ্ম্ম কি ? মেষপালকের কহিল, ইছার ভাব এই। আপন শ্রমোপার্জিত ধনের অংশ দরিদ্রদিগকে দান করিতে যাহার মন প্রবৃত্ত আছে, তাহার ধনাভাব কখন হয় না । জলসেচনকারি ব্যক্তি জলেতে সিক্ত হয় । দেখ, ঐ বিধবা এলিয় ভবিষ্যদ্বক্তাকে যে ক্ষুদ্র পিষ্টক দিয়াছিল, তাহা দেওয়াতে তাহার জালাতে ময়দার হ্রাস হয় নাই । অনন্তর মেষপালকেরা যাত্রিদিগকে অন্য স্থানে লইয়। গেলে তাহারা দেখিল যে “ মুঢ় ও * বুদ্ধিবজিত নামে দুই ব্যক্তি এক কৃষ্ণবর্ণ পুরুষকে গৌরবর্ণ করিবার নিমিত্তে তাহার অঙ্গ ধৌত করিতেছিল ; কিন্তু তাহারা যত প্রক্ষালন করিল, ততই সে•আরও কৃষ্ণবর্ণ হইতে লাগিল । তাহা দেখিয়া যাত্রিরা মেষপালকদিগকে জিজ্ঞাসিল, ইহার ভাব কি ? তাহারা কছিল, অধম লোকের গতি এই রূপ জানিবা । তাছার সুখ্যাতি সংস্থাপনার্থে যত চেষ্টা করা যায়, তদ্বারা সে অবশেষে আরো ঘৃণাৰ্ছ হইয় উঠে। ফিরূশিদিগের এই রূপ গতি হইয়াছিল, এবং অন্য সকল কপটি লোকেরও হইবে। পরে • মথির ভাৰ্য্যা • করুণা আপন শাশুড়ী • খ্ৰীষ্টীয়ানীকে কহিল, ও মা, যদি অনুমতি হয়, তবে ঐ পৰ্ব্বতের গহ্বর, অর্থাৎ নরকগামি উপপথ নামে যে একটা