পাতা:যাত্রিকের গতি.djvu/৪৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নরকগামি উপপথ । 8 Y (t দ্বার উছার মধ্যে আছে, তাহ দেখিতে আমি বাঞ্ছা করি । এই কথা - খ্ৰীষ্টীয়ানী মেষপালকদিগকে অবগত করাইলে তাহারা পৰ্ব্বতপাশ্বস্থ সেই গহ্বরের মখে * করুণাকে লইয়া গিয়া তাহার দ্বার মোচন করিয়া কহিল, ক্ষণেক কাল কাণ পাতিয়া শুন । তাছাতে সে কাণ দিয়া গহ্বরস্থ এক জনকে কহিতে শুনিল, আমার পিতা শাপগ্রস্ত হউক, কেননা সে পরিত্রাণের শুভ পথে যাইতে অাকে বারণ করিয়াছে । অার এক জন কহিতে লাগিল, হায় ২ ! শারীরিক প্রাণরক্ষার অাশাতে মনের পরিত্রাণ অগ্রাহ করণের পুৰ্ব্বে আমার দেহ খণ্ড ২ হইলে আমার ভাল হইত। পরে আর এক জন কহিল, যদি পুনৰ্ব্বার আমার মানবজন্ম হইতে পারে, তবে এ স্থানে যেন অাসিতে না হয়, তন্নিমিত্তে যত দুঃখ হউক, সকলি স্বীকার করিব । এই সকল শুনিতে ২ যেন ত্ৰাসযুক্ত * করুণার পদতলস্থ ভূমি অাৰ্ত্তনাদ করত কাপিতে লাগিল ; তাহাতে যুবতীর মুখ পাঙ্গাশবর্ণ হইল, ও সে তথাহইতে প্রত্যাগমন করিয়া কঁাপিতে ২ কহিতে লাগিল, ঈশ্বরের অনুগ্রক্তেতে যাহাকে এই স্থানে আসিতে না হয়, সেই ধন্য । উক্ত সমস্ত বিষয় দেখাইলে - পরে মেষপালকেরা যাত্রিদিগকে পুনৰ্ব্বার অন্টালিকায় লইয়। গিয়া সাধ্যানুসারে তাহাদের আতিথ্য করিল। তখন * করুণা যুবতী ও গৰ্ত্তবর্তী ছিল, এই জন্যে সেই স্থানের কোন এক দ্রব্যে তাহার লোভ জন্মিল ; কিন্তু লজ্জায় তাহা চাহিতে পারিল না । পরে তাহার শ্বশ্রী তাহাকে অসুস্থার ন্যায় দেখিয়া জিজ্ঞাসা করিল, তোমার কি হইয়াছে ? সে কহিল, ভোজনশালায় একটা আশি টাঙ্গান আছে; তাহার উপর আমার মন পড়িয়াছে । সেটা যদি আমি না পাই, তবে বোধ হয়, আমার গৰ্ত্ত নষ্ট হইবে । তাহাতে খ্ৰী