পাতা:যাত্রিকের গতি.djvu/৪৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 > や আশচর্য দপণ । ষ্টীয়ানী কহিল, ভাল, এ কথা অামি মেষপালকদিগকে জানাই ; বোধ করি, তাহার। তাহা দিতে অস্বীকার করিবে না । সে কহিল, আমি যে তাহা চাহি, ইহা তাহারা জানিলে আমার লজ্জা হইবে । কিন্তু * খ্ৰীষ্টীয়ানী কহিল, না গো মা, এমত দ্রব্য আকাঙ্ক্ষা করা লজ্জার বিষয় নহে, বরং প্রশংসার বিষয় । তখন * করুণা কহিল, ও মা, তবে তাহারা তাহা বিক্রয় করিতে সম্মত হয় কি না, তাহ। আপনি অনুগ্রহ করিয়া জিজ্ঞাসা করুন । ঐ দপণ সহস্রের মধ্যে উৎকৃষ্ট ছিল। তাহার এক পাশ্বে দৃষ্টি করিলে দর্শনকারির অবিকল আকৃতি দেখা যায়। আর অন্য পাশ্ব ফিরাইলে যাত্রিদের রাজার সুস্পষ্ট মুর্ভি দৃষ্ট হয় । আর কি আশ্চৰ্য্য ! যাহার এ বিষয়ে তৎপর, তাহাদের প্রমুখাৎ শুনিয়াছি, যে ঐ দর্পণে তাহার রাজার মস্তকের কন্টকমুকুট, এবং তাহার হস্ত পাদ ও কুক্ষিদেশের ক্ষত পৰ্য্যন্ত দেখিতে পাইয়াছে। অধিক কি কহিব ? ঐ দর্পণের এমত গুণ আছে, যে তাহাতে দর্শকেরা কি মৃত্যুদশাতে, কি জীবদ্দশাতে, কি পৃথিবীতে, কি স্বর্গে, কি হীনাবস্থাতে, কি ঐশ্বৰ্য্যভোগে, কি দুঃখের পথে, কি রাজত্বের প্রতাপে, যে কোন অবস্থাতে প্রভুকে দেখিতে চায়, সেই অবস্থায় তাহার দর্শন পায় । অতএব * জ্ঞানী ও * পরীক্ষিত ও * সচেতন ও * সরল এতন্নামক ঐ চারি মেষপালকের নিকটে - খ্ৰীষ্টীয়ানী একাকিনী যাইয়া কহিল, আমার এক গৰ্বিণী পুত্রবধু আপনকাদের এই গৃহস্থিত কোন দ্রব্য পাইতে বাঞ্ছ। করে । আর সে বোধ করে, আপনারা তাহা না দিলে তাহার গৰ্ত্তস্রাব হইতে পারে। তাহ শুনিয়া * পরীক্ষিত কহিল, ভাল, তাহাকে ডাক। আমাদের দিতে সাধ্য হইলে সে তাহ আবশ্য পাইবে । তাহাতে সে তাহাকে ডাকা