পাতা:যাত্রিকের গতি.djvu/৪৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রমণীয় পৰ্ব্বতহষ্টতে যাত্রিদের প্রস্থান । 8 * * ইলে তাহার কহিল, হে “ করুণে, তুমি কোন দ্রব্য চাহ ? বল। তখন সে ঈষৎ লজ্জিত হইয়া কছিল, ভোজশালায় টাঙ্গান যে বৃহৎ দপণআছে, আমি তাহ চাহি। তাহাতে * সরল ত্বরায় যাইয় তাহা আনিলে সকলে অতি সন্তুষ্টচিত্তে তাহাকে দান করিল । তখন * করুণ প্রণাম ও স্তুতি করিয়া কহিল, ইহাতে বুঝিলাম, আমি আপনকাদের অনুগ্রহপাত্র হইয়াছি । অনন্তর মেষপালকের অন্যান্য যুবতীদিগকেও স্ব ২ অভিলষিত দ্রব্য প্রদান করিল । অার তাহাদের স্বামিরা বৃহৎকায় - আশাভঙ্গের প্রাণ ও * সংশয়দুর্গ নামক গড় নষ্ট করণে * মহোৎসাহের যে সাহায্য করিয়াছিল, তজন্যে ভtহাদেরও অনেক প্রশংসা করিল। পরে মেষপালকেরা - খ্ৰীষ্টীয়ানী এবং তাঙ্গার চারি বধুর গলায় হার ও কর্ণে কুণ্ডল ও কপালে সিঁতি পরাইয়া দিয়া তাঙ্গাদিগকে বিভূষিত করিল। । তদনন্তর যাত্রিরা তথাহইতে প্রস্থান করিতে প্রস্তুত হইলে মেষপালকের তাহাদিগকে স্বচ্ছন্দে বিদায় করিল। কিন্তু * খ্ৰীষ্টীয়ান ও তাহার সঙ্গিকে পুর্বে যে ২ পরামর্শ দিয়াছিল, ইহাদিগকে তাহ দিল না; কারণ ইছাদের সঙ্গে পথপ্রদর্শক ° মহোৎসাহ ছিল ; সে পথের সমস্ত বৃত্তান্ত অবগত হওয়াতে উপযুক্ত সময়ে, অর্থাৎ সঙ্কট নিকটবর্তী হইলে, ঐ সমস্ত পরামর্শ এই যাত্রিদিগকে দিতে পারক ছিল। ইহাতে - খ্ৰীষ্টীয়ান ও তাহার রঙ্গি অপেক্ষ ইহার অধিক ভাগ্যশালী ছিল, কেননা মেষপালকেরা ষে ২ পরামর্শ দিয়াছিল, তাহ প্রয়োগকালে ঐ "খ্ৰীষ্টীয়ান ও তাহার সঙ্গী বিস্মৃত হওয়াতে আর মনে করিতে পারিল না। তথাহইতে বিদায় হইলে, তাহার এই রূপ গান করিতে ২ গমন করিতে লাগিল, বেথা,