পাতা:যাত্রিকের গতি.djvu/৪৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

83 е সত্যবীরের বীর অত্র । করিলে তোমাদের মন্দ ঘটিবে । কিন্তু ঐ তিন জন, অর্থাৎ * অবাধ্য ও * অষিবেচক ও * অনধিকারচচ্চক আমার কথা না মানিয়া আমাকে আক্রমণ করিতে খড়ম নিস্কৈাষ করিলে আমিও তাপন খড়ম বহির করিয়া সম্পূর্ণ এক প্রহর পয্যন্ত ঐ ভিন জনের সঙ্গিত একাকী যুদ্ধ করিলাম। এই দেখ, আমার গাত্রে তালদের বীরত্বের চিহ্ন রঙ্গিয়াছে, এবং আমারও বীৰ্য্যের চিহ্ন তাহারা লইয়া গিয়াছে । তাহারা এই মাত্র গেল ; বে।ধ কয়, তোমাদের আগমন টেৱ পাইয়া পলায়ন করিল। এই সকল কথা শুনিয়া ° মহোৎসাহ কহিল, এক জনের সহিত তিন জনের যুদ্ধ অতি অসমতুল। তাঙ্কাতে - সত্যবীর কহিল, এ কথা সত্য বটে, কিন্তু যাহার' পক্ষে সত্যতা আছে, অসমতাতে তাঙ্কার কি করিতে পারে? উক্ত আছে, “ যদ্যপি সৈন্যগণ আমর বিরুদ্ধে শিবির স্থাপন করে, তথাপি আমার মন ভাত হইবে না। যদ্যপি আমার বিরুদ্ধে যুদ্ধের সংঘটন হয়, তথাপি আমি তখনও উৎসাছ করিব।” এক্তম্ভিন্ন আমি পুৰ্ব্বকালীয় ইতিহাসে পাঠ করিয়াছি, যে এক ব্যক্তি এক সৈন্যদলের সহিত একাকী যুদ্ধ করিয়াছে। এবং * শিমশোম্ গৰ্দ্দভের হনুদ্বারা কত শত লোককে নষ্ট করিয়াছিল। তখন - পথপ্রদর্শক কহিল, ৰুণহারের সাহায্য পাইবার জন্যে তুমি তখন চেঁচাইলা কি না ?

  • সত্যবীর কহিল, কঁ, আমি আপন রাজার নিকটে প্রার্থনা করিয়াছিলাম। তিনি তাক শুনিতে পাইয়। অদৃশ্যরূপে আমার সাহায্য করবেন, এই বিশ্বাসে অমার যথেষ্ট উপকার হইল ।

তাহাতে ° মহোৎসাহ সেই * সত্যৰীৱকে ককিল, ভূমি বিহিত বীৰ্য্য প্রকাশ,*মাছ; অনুগ্রহ করিয়া এক বার