পাতা:যাত্রিকের গতি.djvu/৪৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

色歌密 জগনিবাসিদের জ্ঞান বিষয়ক কথা । কিছু জিজ্ঞাসা করি। আমরা স্বর্গে গেলে পরস্পর চিনিতে পারিব কি না ? এ বিষয়ে তোমার কেমন বোধ হয়?

  • মহোৎসাহ কহিল, এ বিষয়ে যাহারা সন্দেহ করে, তাহারা স্বৰ্গে আপনাদিগকে চিনিবে কি না, এবং অাপনাদিগকে পরম সুখের অধিকারী দেখিয়া আনন্দিত কইবে কি না, এই ২ বিষয়ে কি বলে ? যদি তাহদের এমত প্রত্যাশা থাকে, তবে অন্যান্যদিগকে চিনিতে এবং তাহাদের সুখ দেখিয়া আনন্দিত হইতে পারিবে না, এমত আপত্তি কেন করে ? আরও কছি, জ্ঞাতি কুটুম্ব আদি আমাদের অঙ্গস্বরূপ। স্বর্গে জ্ঞাতিকুটুম্বতা নাই, ইছ। সত্য ; কিন্তু ইহলোকে যাহারা আমাদের অন্তরঙ্গ ছিল, স্বর্গে তাহাদিগের সাক্ষাৎ না পাইলেও যদ্যপি সুখভোগ সম্ভব হয়, তথাপি তাহীদের সাক্ষাৎ পাইলে আরো অধিক সুখভোগ হইবে, এমত অনুমান কি যুক্তিসিদ্ধ নছে ? * সত্যবীর কহিল, ভাল, এ বিষয়ে আমি তোমার মত বুঝিলাম। সে যাছা হউক, সম্প্রতি আমার যাত্রী হওনের বিষয়ে কি আর কিছু জিজ্ঞাসা করিতে ইচ্ছা কর? .

সে বলিল, হুঁ, ইচ্ছা করি । তোমার যাত্রী হওনে কি তোমার পিতা মাত সম্মত ছিল ?

  • সত্যীর কুহিল, না, তাহার কোন মতে আমাকে -ঘরে রাখিতে নর্থাসাধ্য প্রবৃত্তি দিয়াছিল।

.° মহোৎসাৰ৯ জিজ্ঞাসিল, যাত্রার প্রতি তাহাদের কি আপত্তি ছিল ? - r * সত্যৰীৱ উত্তর দিল, তাছার কস্থিত, যাত্রা অলসের কৰ্ম্ম; তোমার এ প্রবৃত্তি কেবল আলস্যহইতে হইয়াছে। ° মহোৎসাহ পুনৰ্ব্বার জিজ্ঞাসা করিল, তাহার। আর কি কহিত ? (響, SSAAAS S S S S S S S S S S S BBBBSiBSBBD BBBS SSBBBDD S BB