পাতা:যাত্রিকের গতি.djvu/৪৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যাত্রার প্রতি অবিশ্বাসিদের আপত্তি । {3&G অতি ভয়ানক, ততুল্য সঙ্কটাপন্ন পথ জগতের মধ্যে অার নাই ।

  • মহোৎসাহ কহিল, সে পথে যে ২ সঙ্কট অাছে, তাহা তাহারা কি বিশেষ করিয়া কহিয়াছিল ?
  • সত্যবীর কহিল, হা, তাহারা অনেক সঙ্কটের কথা কহিয়াছিল। -
  • মহোৎসাহ কহিল, ভাল, কহ দেখি, সে সকল কি ? * সত্যবীর বলিল, তাহারা কহিয়াছিল, সে পথে * নৈরাশ্য নামে এক মহাপঙ্ক আছে, তন্মধ্যে - খ্ৰীষ্টীয়ান প্রায় ডুবিয়া মরিয়াছিল। আর যাহারা ক্ষুদ্র দ্বারে প্রবিষ্ট হইবার নিমিত্তে আঘাত করে, তাহাদিগকে বাণ মারিতে বালসিৰুবের গড়ে ধনুৰ্দ্ধরের প্রস্তুত আছে। এবং সে পথে বন ও অন্ধকারময় পৰ্ব্বত ও * দুৰ্গম নামক গিরি ও সিংহ এবং * রক্তপাতী ও * গদাহস্ত ও • সাধুছন্ত ইত্যাদি নামা দুরন্ত বৃহৎকায়ও আছে। অধিকন্তু * নম্ৰতা নামক উপত্যকাতে এক ভয়ানক ভূত সৰ্ব্বদাই থাকে ; তৎকর্তৃক - খ্ৰীষ্টীয়ানের প্রাণ প্রায় নষ্ট হইয়াছিল। তম্ভিন্ন তোমাকে - মৃত্যুচ্ছায়। নামে উপত্যক দিয়া যাইতে হইবে ; তাহাও ভূতদের বাসস্থান, এবং তথাকার অালো অন্ধকারস্বরূপ, এবং ফাদ ও পাশ ও জাল ও গৰ্ত্তেতে পথ পরিপুর্ণ অাছে। এবং যে * সংশয়দুর্গে বৃহৎকায় - আশাভঙ্গ বাঙ্গ করে, তাহাও যাত্রিদের পক্ষে সৰ্ব্বনাশের স্থান। অধিকন্তু তোমাকে সঙ্কটযুক্ত - মোহভূমি দিয়া যাইতে হইবে। সৰ্ব্ব শেষে । তুমি সেতুরহিত এক নদী সম্মুখে দেখিতে পাইব; তাহ পার না হইলে স্বৰ্গ প্রাপ্ত হইতে পারিব না।
  • মহোৎসাহ জিজ্ঞাসা করিল, কেবল এই সঙ্কটের কথা ব্যতিরেকে তাহারা কি আর কিছু কহিত না?

2 o 3