পাতা:যাত্রিকের গতি.djvu/৪৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*3&砲 যাত্রার প্রতি অবিশ্বাসিদের আপত্তি । সত্যবীয় কহিল, হুঁ, তাহারা কছিত, সেই পথ প্রবঞ্চকেতে পরিপুর্ণ; বিশেষতঃ সল্লোকদিগকে বিপথগামী করিতে অনেকে পথের ধারে ওৎ করিয়া থাকে ।

  • মহোৎসাহ কহিল, তাহার কি ২ প্রমাণ দিয়াছিল ? * সত্যৰীৱ কহিল, তাহারা কহিয়াছিল, পথের মধ্যে * সাংসারিকবুদ্ধি নামে এক জন প্রবঞ্চক ওৎ করিয়৷ থাকে। আর * রীতিসেবক ও * কাম্পনিক এই দুই জন সৰ্ব্বদা যাতায়াত করে। এবং * বহুচেষ্ট কিম্বা * বাচাল কিম্ব "দীৰাঃ তোমাকে ভুলাইবে, এমত সম্ভব হয়। তম্ভিন্ন * স্তাবক নামে এক জন তোমাকে আপন জালে বদ্ধ করিতে প্রস্তুত আছে । তাহা যদি না হয়, তবে কি জানি, অপকবুদ্ধি * অজ্ঞানের ন্যায় দুঃসাহসী হইয়া স্বর্গদ্বার পর্যন্ত গমন করিলে তুমি সে স্থানহইতে তাড়িত হইয়া পৰ্ব্বতের পাশ্বস্থ গহ্বরে নীত হইবা, তাহাতে তোমাকে উপপথ দিয়া নরকে যাইতে হইবে।

° মহোৎসাহ কহিল, এই সকল আপত্তি শুনিয়া নিরুৎসাহ হওয়া সম্ভব বটে। যাহা হউক, তাহার পরে কি তাহার ক্ষান্ত হইল ?

  • সত্যবীর কহিল, না ; শুন। তাহারা আরও বলিত, সেই পথের প্রস্তাবিত ঐশ্বৰ্য্যপ্রাপ্তির নিমিত্তে পুৰ্ব্বে অনেকে অনেক দূর পর্যাপ্ত গমন করিয়াছিল, কিন্তু কিছুই না পাওয়াতে তথাহইজত স্বদেশে ফিরিয়া আসিয়া আপনাদের নির্বোশ্বতা প্রযুক্ত লজ্জাম্বিত হইয়া সকল লোকের হাস্যাম্পদ হইয়াছিল। ইহার প্রমাণার্থে তাহারা কোন ২ ব্যক্তির নামও উল্লেখ করিয়া কহিত, * একগুঁইয়া ও * नूवनषा ७

• সংশয়ী ও * ভয়শীল ও • পরাভূখ ও বৃদ্ধ - নাস্তিক প্রভৃত্তি কএক জন সুখের অাশান্তে অনেক দূর পর্যন্ত গমন করিয়াছিল, কিন্তু একী ভূগও লাভ করিতে পারে মাই।