পাতা:যাত্রিকের গতি.djvu/৪৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 *、* মোহভূমিতে উপস্থিত হওন । সত্যবীরের বীরত্বের বর্ণনা । বীৰ্য্য ষে দেখিবে, এখানে আসুক। ইনি স্থির থাকিবে, যে দিন যে ঘটুক । যা করে দুষ্ট জন, নাহি ফিরে কখন। এক বার হইলে মন, যাত্রী হইবার। ১ ॥ দেখাতে তারে ভয়, ষে গণপ করে। অপ্রতিভ সেই হয়, তার শক্তি বাড়ে ॥ ংহ কি বীর কুৎসিত, দেখি নাহি কম্পিত। ' করে যুদ্ধ বিহিত, যাত্রী হইবার ॥ ২ ॥ ভূত কি দুষ্ট অসুর, কিছু না ডরে। নিশ্চয় জানে প্রচুর, সুখ হবে পরে। যায় তবে চিন্তা সব, না মানে কাহার রব। শ্রম করে অসম্ভব, যাত্রী হইবার ॥ ৩ ॥ এত ক্ষণের মধ্যে ভাহারণ * মোহ ভূমিতে অাসিয়া উপস্থিত হইল। তথাকার বায়ুর এমত গুণ যে মানুষের নিদ্র জন্মায়। সেই ভূমির সর্বত্র কণ্টকবৃক্ষে ব্যাপ্ত আছে ; কিন্তু স্থানে ২ মোহময় বৃক্ষবাটিকাও অাছে, তন্মধ্যে বসিলে বা শয়ন করিলে গাত্ৰোথান করা বা জাগ্রত হওয়া অসম্ভব, এমত জনশ্রুতি অাছে। ঐ বনের মধ্য দিয়া তাহাদিগকে গমন করিতে হইল ; অতএব পাছে কোন ভূত বা মাগ বা বীর বা দসু আক্রমণ করিয়া তাহীদের হিংসা করে, এই ভয়ে পথপ্রদর্শক * মহোৎসাহ সকলের অগ্ৰে ২ এবং * সত্যবীর পশ্চাৎ ২ যাইতে লাগিল। এবং সেই স্থান অতি সঙ্কটযুক্ত জানাতে ভাস্কার প্রত্যেকে খড়ম্নহস্ত হইয়া চলিতে লাগিল; এবং গমন কালে যান্ত্রির। পরম্পর আশ্বাস প্রদান করিত ! অধিকন্তু * মহোৎসাহের আজ্ঞায় - ক্ষীণমনা তাহার অক্তি