পাতা:যাত্রিকের গতি.djvu/৪৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মোহভূমির ভয়ানকতা । ৪২৯ নিকটেই চলিতেছিল, এবং • নিরাশের প্রতি • সত্যবীরের বিশেষ মনোযোগ ছিল। - - এই রূপে বিস্তর দূর না যাইতে ২ অতি-নিবিড় কুজবটিক ও অন্ধকার আসিয়া তাহাদিগকে আচ্ছন্ন করিল। তাহ তে অনেক ক্ষণ পর্য্যন্ত তাহারা এক জন অন্য জনকে প্রায় দেখিতে না পাওয়াতে পরম্পরকে ডাকাডাকি করিয়া গমন করিতে হইল ; ফলতঃ তাহারা তখন দৃষ্টিপথে চলিতে পারিল না। ঐ স্থান বলবান বাত্রিরও দুর্গম্য ; অতএব কোমলচরণ ও কোমলন্তঃকরণ স্ত্রীলোক ও বালকদিগের ক্লেশের কথা কি কহিব ? যাহা হউক, অগ্র ও পশ্চাদামি দুই রক্ষকের উৎসাহজনক বাক্যে আশ্বাসিত হইয়া তাহার কোন মতে তাবৎ বাধা উত্তীর্ণ হইয়া অগ্রসর হইল। কিন্তু ঐ স্থানের পথ কদমেতে পিছল হওয়াতে অতিশয় ক্লাস্তিজনক ছিল । আর দুৰ্ব্বলদের জন্যে ভক্ষ্য পেয় পাওয়া ষায়, এমত কোন অতিথিশালা ঐ তাবৎ ভূমিতে কোথাও ছিল না। অতএব যাইতে ২ কেহ কোকায়, কেহ বা হাপায়, কেহ বা দীর্ঘ শ্বাস ছাড়ে, কেহ বা কন্টকবৃক্ষে উছোট খাইয় পড়ে, কেছ বা কদমে মগ্ন হইয়া বদ্ধ হয়। আর বালকদের মধ্যে কেহ ২ পাদুকা হারায় ; কেহ বা উচ্চৈঃস্বরে কহে, আমি পড়িয়া গেলাম ; ক্ষার এক জন ডাকিয় কহে, ওহে, তুমি কোথায় আছ ? অপর কেহ কহে, আমি গাছের ঝোপে বদ্ধ হইয়াছি, মুক্ত হইতে পারি না। এই রূপ তাছাদের দুৰ্গতি হইল । , কিঞ্চিৎ কাল পরে তাহার এক বৃক্ষবাটিকার নিকটে আসিয়া দেখিল, সেখানে যাত্রির সুখে বিশ্রাম পাইতে পারে ; কারণ তাহ অতি সুনিৰ্ম্মিত ও লতাদিতে আবৃত, এবং প্রান্ধিযুক্ত লোকদের জন্য কোমল খাটাদিতে সুশো