পাতা:যাত্রিকের গতি.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিভেচ্ছুকের সহিত কথোপকথন । &>

  • খ্রীষ্টীয়ান কহিল, মহাশয়, আমি মনের মধ্যে বেরূপ আপদগ্ৰস্ত হইয়াছিলাম, আমার প্রতিবাসি লোকেরা কেহই তেমন আপদে পড়ে নাই, এ কারণ আমার সহিত কেহই আইসে নাই ।
  • হিতেজুক জিজ্ঞাসিল, তুমি যে এখানে আসিবা, এমন সমাচার তাহাদের মধ্যে কেহ জানিতে পারিয়াছিল কি না ? * খ্ৰীষ্টীয়ান কছিল, হুঁ, আমি প্রস্থান করিলে প্রথমে আমার স্ত্রী পুত্র তাহ দেখিয়া আমাকে ফিরাইবার নিমিত্তে কত ডাকিয়াছিল। তাহার পর কুটুম্ববর্গের মধ্যেও কেহ ২ আমাকে ফিরাইবার নিমিত্তে রোদন করিতে ২ বহু কাকুতি বিনতি করিয়াছিল, তত্ৰাপি আমি সে কথা না শুনিয়া কর্ণে অঙ্গুলি দিয়া আপন পথে চলিয়া আইলাম।
  • হিতেচ্ছক জিজ্ঞাসিল, তোমাকে ফিরাইবার জন্যে কেহ কি পশ্চাৎ আসিয়া তোমাকে প্রবোধ দিল না ?
  • খ্ৰীষ্টীয়ান কহিল, হাঁ, - একগুঁইয়া নামে এবং *সুখনম্য নামে দুই জন আসিয়াছিল; কিন্তু তাহারা কোঙ্গ মতে আমাকে পরাস্ত করিতে না” পারাতে শেষে * একগুঁইয়া আমাকে তিরস্কার করিয়া ফিরিয়া গেল ; কিন্তু “সুখনম্য কিছু দূর পর্য্যন্ত আমার সহিত চলিয়া আইল ।
  • হিতেচ্ছক জিজ্ঞাসিল, কি জন্যে এ পর্যন্ত আইসে নাই ?
  • খ্ৰীষ্টীয়ান কহিল, সে আমার সহিত নৈরাশ্য পঙ্ক পৰ্য্যন্ত আসিয়াছিল, কিন্তু সেখানে আইলে আমরা হঠাৎ উভয়েই সেই পঙ্কমধ্যে পতিত হওয়াতে আমার প্রতিবাসী সেই সুখনম্য মনঃক্ষুণ্ণ হইয়া এই পৰ্য্যন্ত আসিতে সাহস কুলাইতে পারিল না ; অতএব সে নিজ বাচীর নিকটবর্তি পাশ্বে ঐ পঙ্কহইতে উঠিয়া অামাকে কছিল, তুমি আমার প্রতিনিধি হইয়া একাকী সেই উত্তমাধিকার

8 ע