পাতা:যাত্রিকের গতি.djvu/৪৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8○8 আটলচয়শ্নের সছিত্ত কথোপকথন । লাম। - সরলাত্ম কছিল, তোমাকে স্পষ্ট গাড়িতে দেখিয়৷ অামিও অালোদিত হইয়াছি । এই কথাতে * অটলচরখ ঈষৎ লজ্জিত হইয়া কহিল, তুমি কি জামাকে হাটু গাড়িতে দেখিয়াছ ? সে কহিল, হুঁ, অবশ্য দেখিয়াছি; এবং তদর্শনে আমার অন্তঃকরণ প্রফুল্প হইয়াছে।

  • অষ্টমাচরণ কছিল, তাহাতে তোমার কি ৰোধ হইল ? * সরলক্সিা কছিল, আর কি বোধ হইবে ? কোন সজন পথে যাইতেছে, অবিলম্বে সে জামাদের সঙ্গী হইবে, এমন ৰোধ হইল। " -
  • অটলচরণ কছিল, তোমার অনুভৰ ঘদি যথার্থ হয়, তৰে জামার পরম ভাগ্য বটে। কিন্তু যদি না হয়, তৰে সে ক্ষতি অামার ।
  • সরলাম কহিল, তাছাই বটে ; কিন্তু তোমার এই রূপ ভাবনাতে আমি বুঝিতেছি, তোমাতে এবং যাত্রিদের রাজাতে সম্ভাৰ অাছে। যেহেতু তিনি কহিয়াছেন, “ যে জন সৰ্ব্বদা ভয় রাখে, সেই ধন্য ।”

পরে - সত্যবীর কহিতে লাগিল, হে ভ্রাতঃ, নিবেদন করি, তুমি কি কারণে হাটু গাড়িয়াছিলা? তাহ বল। কি কোন বিশেষ অনুগ্রহ পাইয়। কৃতজ্ঞতা স্বীকার করিতেছিলা ? কি আর কোন কারণ ছিল ? • অষ্টলচরণ কছিল, দেখ, এই “ মোহভূমি ; অতএব অামি আসিতে ২ মনে ভাবিতে লাগিলাম, যে পথের এই স্থান অতি সঙ্কটযুক্ত ; তাহাতে অনেকে এ পর্য্যম্ভ আসিয়া এই স্থানে বাধা পাইয়া বিনষ্ট হইয়াছে । তম্ভিক্ষ লোকের। এ স্থানে কি প্রকারে নষ্ট হয়, ইহাও ভাবিBBB S BBBB BBBS L BBBBBBSBBB BBD DBBBD রোগে স্বরে না, এবং তাছাদের মৃত্যুতে ক্লেশ বোধ হয় না। কেননা বাহারা নিদ্রাগত হইয় পরলোকে গমন